ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

রাজনীতি সবচেয়ে কম বেতনের চাকরি, কেন বললেন কঙ্গনা

রাজনীতি সবচেয়ে কম বেতনের চাকরি, কেন বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। কাজের চেয়ে বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি।

সম্প্রতি ভারতের অভিনেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর রাজনীতি ছাড়ার বিষয়েটি নিয়ে কথা বলেছেন তিনি। সেই প্রসঙ্গ তুলে ‘রাজনীতি কম বেতনের কাজ’ বলেও মন্তব্য করেন কঙ্গনা।

সম্প্রতি কেরলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী বলেন, মন্ত্রিত্ব সামলাতে গিয়ে তার রোজগার কমে গেছে। তাই ওই পদে ইস্তফা দিয়ে পুরনো পেশা অভিনয়েই ফিরতে চান।

সুরেশ গোপীর বিবৃতি নিয়ে প্রকাশিত একটি সংবাদ শেয়ার করেন কঙ্গনা। সেখানে তিনি লেখেন, ‘রাজনীতি একটি অত্যন্ত পরিশ্রমের পেশা এবং সবচেয়ে কম বেতনের চাকরি। এখানে খরচ প্রচুর। শিল্পীরা যদি তাদের নিজস্ব পেশাতেও সময় দেন, তাহলেও তাদের নিয়ে উপহাস করা হয়।’

কঙ্গনা আরও বলেন, ‘এমন পরিস্থিতি চলতে থাকলে কোনও সৎ ও সফল মানুষ জনগণের কল্যাণে কাজ করতে চাইবে না। মানুষের উচিত রাজনীতিতে কর্মরত পেশাদারদের সম্পর্কে নিজেদের ধারণা পরিবর্তন করা।

আরও পড়ুন

অভিনেত্রীর মতে, ‘আমাদের অফিস বা গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও নিজস্ব পেশায় কাজ করার অনুমতি দেওয়া উচিত।’ অভিনেত্রী কঙ্গনা রনৌতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন। সম্প্রতি অল ইন্ডিয়া রেডিও-এর পডকাস্টে নতুন চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলেন কঙ্গনা। তিনি স্বীকার করেন রাজনীতি তাকে ঠিক আনন্দ দিচ্ছে না।

কঙ্গনার কথায়, ‘আমি ধীরে ধীরে বিষয়টার সঙ্গে মানিয়ে নিচ্ছি। বলবো না, আমি এটা (রাজনীতি) উপভোগ করছি। এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের কাজ, অনেকটা সমাজসেবার মতো। এটা আমার প্রতিদিনের কাজ ছিল না। এর আগে আমি কখনোই মানুষের সেবা করার কথা ভাবিনি। এখন সেটা করতে হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি নিজের পরিচালিত ‘এমার্জেন্সি’ সিনেমায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। এরপর তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি।

সূত্র: আনন্দবাজার ও দ্য ওয়াল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে: সালাহউদ্দিন

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে টানা তিন দিনে পদ্মা নদী থেকে ধরা ৬৭ কেজি ইলিশ জব্দ

মিথ্যা ধ্বংস ডেকে আনে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ২ কোটি মানুষের জীবনমান পরিবর্তন হবে : করতোয়াকে আসাদুল হাবিব দুলু

বগুড়ার শেরপুরে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত