ফোক ও আধুনিক গানেই শ্রোতাপ্রিয় ইমরান ইমন
_original_1760536447.jpg)
অভি মঈনুদ্দীন ঃ ইমরান ইমন, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। মূলত স্টেজ শোতে বা টিভি শোতে তাকে ফোক গান ও আধুনিক গান পরিবেশন করতেই দেখা যায়। জন্ম তার গাজীপুরে। তবে বেড়ে উঠা ময়মনসিংহের ভালুকাতে। বাফাতে শাহীনূর রেজার কাছে নজরুল সঙ্গীতে তিন বছর এবং পরবর্তীতে কাজল দে’র কাছে ক্ল্যাসিক্যাল মিউজিকের তালিম নিয়েছেন। তাই বলা যায় গানের ভুবনে তার বিচরণ গানে যথাযথভাবে নিজেকে প্রস্তুত করেই।
গাজীপুর পিয়ার আলী ইউনিভার্সিটি অ্যাণ্ড কলেজের প্রাক্তন এই ছাত্র ইমরান ইমন কলেজে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনাকালীন সময়ে গান গেয়ে সবাইকে মুগ্ধ করতেন বিধায় কলেজের প্রিন্সিপাল তাকে একটি হারমোনিয়াম উপহার দিয়েছিলেন। যে হারমোনিয়ামের সঙ্গেই পরবর্তীতে তার সখ্য গড়ে উঠে। একই কলেজ থেকে গ্র্যাজুয়েশন এবং পরবর্তীতে রাজধানীর উত্তরা আধুনিক ল কলেজ থেকে এলএলবিও সম্পন্ন করেন। অর্থাৎ গানে যেমন তিনি নিজেকে প্রশিক্ষিত করে তুলেছেন, পড়াশুনাতেও নিজেকে যথাযথভাবে গড়ে তুলেছেন।
২০১৬ সালে মিল্টন খন্দকারের লেখা ও সুরে ‘চোখে দেখা আল্লাহ তুমি মা’ ও ‘তোমারই মন’ নামের দুটি মৌলিক গান প্রকাশ করেন। এরপর জীবনের লেখা ও টিুপর সুরে ‘ভালোবাসার ঘুড়ি’, কাবন্ধ রায়হানের লেখা ও প্রতীক হাসানের সুরে ‘তোমার এ মন’ গানগুলো প্রকাশ পায়। ব্যক্তি জীবনে ইমরান ইমনের মা নিয়ে রয়েছে এক দারুণ অভিজ্ঞতা। ইমরান ইমনের জন্মদাত্রী মা ফালানী বেগম। কিন্তু তিনি বেড়ে উঠেছেন বড় হয়েছেন তার আরেক মা হেলেনা খাতুনের কাছে। তবে দুই মায়ের প্রতিই রয়েছে তার অগাধ ভালোবাসা। দুই মাকেই তিনি সমান ভাবেই সন্তান হিসেবে দায়িত্ব পালন করেন। স্ত্রী ও দুই ছেলে ওহীল, আহীল নিয়ে ইমনের সুখের সংসার।
আরও পড়ুনগত ২৭ সেপ্টেম্বর ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘স্কাই মিউজিক স্টেশন’-এ প্রকাশ পেয়েছে সর্বশেষ মৌলিক গান ‘অভিশাপ’। গানটি লিখেছেন এসকে দীপ ও সুর সঙ্গীত করেছেন ভারতের আয়ূশ দাস। এরইমধ্যে গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ৪২ হাজারেরও বেশি ভিউয়ার্স গানটি এরইমধ্যে উপভোগ করেছেন। তবে এই গান নিয়ে আরো অনেক বেশি আশাবাদী ইমরান ইমন।
ইমরান ইমন বলেন,‘ অভিশাপ গানটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। স্টেজ শো বা টিভি শোতে আমি ফোক গান ও আধুনিক গান গাইতে বেশি স্বাচ্ছন্ধ্যবোধ করি। তবে মাকে নিয়ে গান গাইতে আমি বেশি ভালোবাসি। আমার দুই মা, দুই মাকেই আমি প্রচণ্ড ভালোবাসি। খুউব ইচ্ছে আমার শ্রদ্ধেয় হানিফ সংকেত-এর ইত্যাদিতে মাকে নিয়ে গান গাইবার। জানিনা এই স্বপ্ন আমার পূরণ হবে কী না।’ সিনেমায় গান করার খুউব স্বপ্ন ইমরান ইমনের। তার প্রিয় শিল্পী খালিদ হাসান মিলু।
মন্তব্য করুন