ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

হবিগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে তিনজনের কারাদণ্ড

হবিগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে তিনজনের কারাদণ্ড

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে র‌্যাবের হাতে আটক তিন ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে র‌্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর গ্রামের আব্দুন নূরের ছেলে সোহেল মিয়া (৩০), একই উপজেলার দাউদনগর গ্রামের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪) এবং বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার ছেলে জলিল মিয়া (৪০)।

র‌্যাব জানায়, গোপন খবর পেয়ে বুধবার ভোরে জংশনে অভিযান চালিয়ে ট্রেনের বিপুলসংখ্যক টিকিটসহ তিনজনকে আটক করা হয়।

আরও পড়ুন

পরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট দেড় হাজার টাকা জরিমানা করেন। দুপুরে র‌্যাব তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে তিনজনের কারাদণ্ড

ফোক ও আধুনিক গানেই শ্রোতাপ্রিয় ইমরান ইমন

দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলওয়ার হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, বিকল্প নেই : সালাহউদ্দিন আহমদ

বোস্টন থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার হুমকি ট্রাম্পের