ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. মাসুম (৮) ও মো. মারুফ (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল আবাসনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল আবাসন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. মাসুদের ছেলে মো. মাসুম ও মো. মারুফ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর পরিবার গৃহহীন। কয়েক মাস আগে নদী ভাঙনে তাদের আশ্রয়ণ প্রকল্পের ঘর নদীতে বিলীন হয়ে যায়। এরপর থেকে পরিবারটি পাশে একটি ছাপড়া ঘরে বসবাস করে আসছিল। বুধবার দুপুর সোয়া ২টার দিকে দুই ভাই বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়। এ সময় পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। 

আরও পড়ুন

কিছুক্ষণ পর দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে পরিবারের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অস্ট্রেলিয়া সিরিজে দলে জায়গা না পেয়ে শামির মন্তব্য

সকালে কোমর ব্যথা কেন বাড়ে, জেনে নিন

ভারতীয় প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ

ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হৃতিক রোশন