ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হার, যা বললেন মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হার, যা বললেন মিরাজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচেও লজ্জাজনক ব্যাটিং ব্যর্থতায় সিরিজের শেষ ওয়ানডেতে ২০০ রানের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে মিরাজরা। মাত্র ৯৩ রানে অলআউট হয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হারার হতাশা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

আবুধাবিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে ইব্রাহিম জাদরান দুর্দান্ত ব্যাটিং করে ৯৫ রান করেন। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ নবী। শেষদিকে তার ব্যাট থেকে আসে মাত্র ৩৭ বলে ৬২ রানের অপরাজিত টর্নেডো ইনিংস। ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়ে। পুরো ইনিংসে একমাত্র ওপেনার সাইফ হাসানই কিছুটা প্রতিরোধ গড়তে পারেন। তিনি ৫৪ বলে ৪৩ রান করলেও তার পরের দশজন ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সাইফের বিদায়ের পর দলের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।

ম্যাচ শেষে দলের এমন ব্যর্থতা মেনে নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই সিরিজে আমরা ভালো খেলতে পারিনি, এটা আমরা সবাই স্বীকার করে নিচ্ছি। কিছু সুযোগ এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। বোলিংয়ে কিছু ইতিবাচক দিক ছিল, সেগুলোকে আরও উন্নত করার চেষ্টা করছি।’ ব্যাটিং বিভাগকে সরাসরি দুষলেন মিরাজ। তার মতে, ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমাদের বোলিং খারাপ ছিল না। কিন্তু রান না করলে তো ম্যাচ জেতা যায় না। টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা ভাবছি, সামনে কী করে ভালো করা যায়।’

আরও পড়ুন

দীর্ঘদিন পর ওয়ানডে সিরিজ খেলার কথা উল্লেখ করে মিরাজ বলেন, দলের মূল সমস্যা ছিল পুরো ৫০ ওভার ক্রিজে টিকতে না পারা। তিনি জোর দিয়ে বলেন, ‘সবার আগে আমাদের পুরো ৫০ ওভার ব্যাট করতে হবে। ছেলেরা ভালো করার জন্য চেষ্টা করছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হার, যা বললেন মিরাজ

৪৯তম বিসিএস’র মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

বৈষম্য ও চ্যালেঞ্জ  মোকাবেলা করে গ্রামের নারীরা আশার আলো দেখাচ্ছেন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হবে বৃহস্পতিবার, জানবেন যেভাবে

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন বিশ্ব রেকর্ড

দলগুলোর কাছে পাঠানো হলো জুলাই সনদ, স্বাক্ষর শুক্রবার