ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে চার পরিবর্তন, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে চার পরিবর্তন, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টানা দুই হারে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে এসেছে চারটি পরিবর্তন।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। অর্থাৎ আগে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন দুই ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ ও শামীম হোসেন এবং দুই ফাস্ট বোলার হাসান মাহমুদ ও নাহিদ রানা। বিশ্রামে রাখা হয়েছে তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে।

অন্যদিকে আফগানিস্তান তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক রহমত শাহকে ছাড়াই খেলতে নামছে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি।  রহমত  এক মাসেরও বেশি সময়ের জন্য ছিটকে গেছেন। তার পরিবর্তে ইকরাম আলিখিল এবং বশির আহমদের পরিবর্তে বিলাল সামিকে একাদশে রাখা হয়েছে।

আরও পড়ুন

টস শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘গত ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, যা নিয়ে আমরা হতাশ ছিলাম। একটি ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে এবং সবাই এ বিষয়ে একমত হয়েছে। আমি আশা করি, আমরা এই ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব। এই উইকেটে ২০০ রানের কাছাকাছি যেকোনো লক্ষ্য তাড়া করা সম্ভব। রাতে বলটা একটু স্কিড করে, তাই টপ অর্ডারে আমাদের ভালো জুটি গড়া খুব জরুরি। আজ আমাদের দলে চারটি পরিবর্তন রয়েছে। ’

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ইকরাম আলিখিল, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফর, নাঙ্গেয়ালিয়া খারোটে এবং বিলাল সামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে চার পরিবর্তন, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অগ্নিদুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বাগেরহাটে দূর্বৃত্তদের হামলায় যুবদল কর্মী নিহত

অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলাম: এ আর রহমান

পঞ্চগড়ের দেবীগঞ্জে ২১ মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলেছেন অফিস সহায়ক

রেললাইনে পাশে কুকুরের ডাক শুনে কাছে গিয়ে মিলল নবজাতকের মরদেহ