ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

বাগেরহাটে দূর্বৃত্তদের হামলায় যুবদল কর্মী নিহত

বাগেরহাটে দূর্বৃত্তদের হামলায় যুবদল কর্মী নিহত

বাগেরহাটের কচুয়া উপজেলায় গভীর রাতে দূর্বৃত্তদের হামলায় যুবদল কর্মী জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাত ৩টার পর গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিন্টু কচুয়া উপজেলার শিবপুর গ্রামের সরদার আবু বক্কার সর্দারের ছেলে। তার দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই বিয়ের কারণে মিন্টুর পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। সোমবার গভীর রাতে বড় স্ত্রীর সঙ্গে তার ঝামেলা শুরু হয়। এরপর বাইরের ৭-৮ জন লোক এসে তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন বলেন, মিন্টু যুবদলের একজন কর্মী ছিলেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি পারিবারিক কলহের কারণে ঘটেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে একই দিন সকালে বাগেরহাট শহরের পচা দিঘী থেকে সুমন্ত বিশ্বাস নামের এক রাজমিস্ত্রির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে দূর্বৃত্তদের হামলায় যুবদল কর্মী নিহত

অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলাম: এ আর রহমান

পঞ্চগড়ের দেবীগঞ্জে ২১ মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলেছেন অফিস সহায়ক

রেললাইনে পাশে কুকুরের ডাক শুনে কাছে গিয়ে মিলল নবজাতকের মরদেহ

বিচ্ছেদের পরেও প্রাক্তনকে ভুলতে পারছেন না, জানুন উপায়

হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড