ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

নবীর ঝড়ে আফগানদের ২৯৩ রানের পাহাড়, চাপে বাংলাদেশ

নবীর ঝড়ে আফগানদের ২৯৩ রানের পাহাড়, চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আবুধাবির সবুজ মাঠে আজ বাংলাদেশের জন্য একরকম মর্যাদার লড়াই। সিরিজ ইতোমধ্যেই হাতছাড়া, লক্ষ্য ছিল অন্তত হোয়াইটওয়াশ এড়ানো। কিন্তু সেই পথে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের ইনিংসের ধারাবাহিকতা আর মোহাম্মদ নবীর শেষ দিকের বিস্ফোরক ব্যাটিংয়ে ৯ উইকেটে ২৯৩ রানের পাহাড় সমান সংগ্রহ গড়েছে আফগানরা।

আবুধাবিতে আজকের দিনটা শুরু হয়েছিল আফগানদের জন্য দারুণভাবে। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিং জুটিতে ঝড় তোলেন। প্রথম ১০ ওভারেই তুলে ফেলেন ৬৬ রান। তবে ১৬তম ওভারে এসে ব্রেকথ্রু এনে দেন তানভির ইসলাম, এলবিডব্লিউ করে ফেরান ৪৪ বলে ৪২ রান করা গুরবাজকে। এরপরও থামেনি আফগান ব্যাটিংয়ের ধারা। দ্বিতীয় উইকেটে সেদিকউল্লাহ অতলকে সঙ্গে নিয়ে ইব্রাহিম গড়েন ৭৪ রানের জুটি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাইফ হাসান। বল হাতে দারুণ নিয়ন্ত্রিত স্পেল উপহার দেন এই তরুণ স্পিনার। ৪ ওভারে মাত্র ৬ রান খরচায় তুলে নেন ৩ উইকেটের মধ্যে ছিল আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির গুরুত্বপূর্ণ উইকেটও। তার ঘূর্ণিতে একসময় ২২১ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আফগানিস্তান।

তবে সেখান থেকে দলকে উদ্ধার করেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। শেষ ৫ ওভারে নবীর ব্যাট থেকে আসে আগুনঝরা শটের বৃষ্টি। মিরাজের এক ওভারে পরপর তিন ছক্কা, তারপর হাসান মাহমুদের ওভারে তিন চার ও এক ছক্কায় বদলে দেন ম্যাচের রঙ। মাত্র ৩৫ বলে পৌঁছে যান ওয়ানডেতে নিজের ১৮তম ফিফটিতে। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার, যার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও চারটি চার।

শেষ দুই ওভারে আফগানিস্তান তোলে ৪৪ রান-যা পুরো ম্যাচের গতি বদলে দেয়। ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৯৩। ইব্রাহিম জাদরান অবশ্য সেঞ্চুরি মিসের হতাশায় ভুগতে পারেন, ৯৫ রানে থেমেছেন তিনি। বাংলাদেশের হয়ে তানভির ইসলাম ও হাসান মাহমুদ নেন দুইটি করে উইকেট, মেহেদী হাসান মিরাজ পান একটি।

আরও পড়ুন

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। তবে এই ম্যাচেও লড়াকু সংগ্রহ গড়ে তারা স্পষ্ট বার্তা দিয়েছে-তাদের হোয়াইটওয়াশের পথে থামানো সহজ হবে না। অন্যদিকে মিরাজের দলের সামনে এখন একটাই লক্ষ্য-আফগানদের এই পাহাড় সমান স্কোর তাড়া করে অন্তত মর্যাদা রক্ষা করা!

সংক্ষিপ্ত স্কোর-

আফগানিস্তান: ৫০ ওভারে ২৯৩/৯ (গুরবাজ ৪২, ইব্রাহিম ৯৫, সেদিকউল্লাহ ২৯, শাহিদি ২, ইকরাম ২, ওমারজাই ২০, নবি ৬২*, রশিদ ৮, খারোটে ১০, গাজানফার ০, সামি ০*; নাহিদ ৮.২-০-৫৬-০, হাসান ৬-০-৫৭-২, তানভির ১০-০-৪৬-২, মিরাজ ৯.৪-০-৬৭-১, রিশাদ ১০-০-৪৩-০, শামীম ২-০-১২-০, সাইফ ৪-১-৬-৩)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে, ১০ হাজার মিটার জাল জব্দ

নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষককে অপহরণ করে অবৈধ নিয়োগপত্রে সই নেয়ার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত