ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের বিরলে ধর্মপুর গহীন শালবনে এক অটোচালককে কুপিয়ে অটো ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। জানা গেছে, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দিনাজপুর শহর হতে বিরলের ধর্মপুর শালবনে ঘুরতে যাওয়ার কথা বলে যাত্রীবেশে অটোরিকশায় ওঠে ২ ছিনতাইকারী।

এরপর কালিয়াগঞ্জ বাজারে এসে আরো এক যাত্রী উঠানোর পর বনের ধর্মজৈন সাত দাগ নামক এলাকায় বনের ভেতরে নিয়ে গিয়ে ওই অটো চালককে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলার পিছনে আঘাত করে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা।

এসময় অটোচালক চিৎকার দিলে পথচারী আসতে দেখে ছিনতাইকারীরা দ্রুত স্থান ত্যাগ করে বনের আরও ভেতরে ঢুকে পড়ে। আহত অটোচালক দিনাজপুর সরকারি কলেজ সংলগ্ন শহরের সুইহারি খালপাড়া এলাকার মোঃ সুমন ইসলামের ছেলে মোঃ নভেল (৩০)। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা এনায়েতপুর বিওপির বিজিবির সদস্যদের কাছে হস্তান্তর করলে তাৎক্ষণিক তাকে স্থানীয়দের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আরও পড়ুন

এঘটনায় দীর্ঘ অভিযান চালিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, ইউপি সদস্য আব্দুর রহমানসহ বিজিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে ওই বন থেকে বিকেলে জড়িত ২ ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলকার বাবুল হোসেন এর ছেলে শ্রাবণ ইসলাম (৩০) ও একই এলাকার তাসিনুর এর ছেলে নভেল (৩০)।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃতদের বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন এবং ভিকটিম অটোচালকের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে, ১০ হাজার মিটার জাল জব্দ

নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষককে অপহরণ করে অবৈধ নিয়োগপত্রে সই নেয়ার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত