বগুড়ায় রাস্তার পাশে থাকা দুই মোটরসাইকেল আরোহীকে কাভার্ড ভ্যানের চাপা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আরএফএল কোম্পানির পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রোববার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের ফুলবাড়ী এলাকার বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের সামনে। আহত দু’জন হলেন-বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মিজান (৩৩) ও শহরের কাটনারপাড়া এলাকার বাপ্পি (৪০)। এই দুর্ঘটনার পর স্থানীয়রা ওই সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে প্রায় ৫ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শী ও ফুলবাড়ী পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে মিজান ও বাপ্পি নামের দুই যুবক শহরের ওই এলাকায় মোটরসাইকেল দাঁড়িয়ে রেখে রাস্তার পাশে চা পান করছিলেন। এ সময় আরএফএল কোম্পানির দ্রুতগতির একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরসহ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। এদের মধ্যে মিজানের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে এই দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ওই সড়কের গতিরোধক স্থাপনের দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। অবরোধকালে তার বিভিন্ন স্লোগানসহ সড়কে গতিরোধক স্থাপনের জোর দাবি জানান।
আরও পড়ুনফুলবাড়ি ফাঁড়ির এস আই আব্দুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই ওই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়, তবে গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। আহত দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি আরও বলেন, স্থানীয়দের সড়ক অবরোধে যান চলাচল সাময়িক বিঘ্ন ঘটে। পরে সড়কে লোকজন থাকলেও যানবাহন চলাচলে সমস্যা হয়নি।
মন্তব্য করুন