ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বগুড়াসহ উত্তরাঞ্চলে টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়াসহ উত্তরাঞ্চলে টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন

করতোয়া ডেস্ক : সরকারের ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষায় আজ রোববার (১২ অক্টোবর) সারাদেশের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে সর্বোচ্চ ১৫ বছরের শিক্ষার্থীদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে। মাসব্যাপি এই কর্মসূচিতে দেশের সকল শিশু-কিশোরকে টিকা প্রদান করা হবে। বগুড়া জেলাসহ উত্তরাঞ্চলের প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে করতোয়া ডেস্ক রিপোর্ট।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ : বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ওই প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহ. মুনজুরুল হকের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান রজিব, সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক) মো. আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক) মো. আবুল কাশেম প্রামানিক, শিক্ষক প্রতিনিধি মো. মইনুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. আব্দুল বাছেদ, মো. খুরশিদ আলম, সহকারী শিক্ষক মোহাম্মদ গোলাম মোক্তাদির, মোছা. রেহেনা আমিন, মোছা. তাসনিয়া রশীদ, মো. মাসুকুর রহমান, নাবিউল ফারাবী, মোছা. সুলতানা রাজিয়া, হাসিবা প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. শাহনাজ পারভীনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ চন্দ্র সরকার, মঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান জিয়াউর রহমানসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্বাস্থ্য বিভাগের কর্মিরা উপস্থিত ছিলেন।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বিনামুল্যে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন বিজরুল দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তোফাজ্জল হোসেন মন্ডল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, বিজরুল দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ভারপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মিজানুর রহমান ও ইউপি সদস্য হাসেম আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তোফাজ্জল হোসেন মন্ডল জানান, উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সি ৪২ হাজার ৫০৩ জন শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

আরও পড়ুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. সাজ্জাদ কাদির। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সামাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইদুল আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, স্যানেটারী ইন্সপেক্টর রবিউল করিম, স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম, প্রধান সহকারী অপরূপ কুমার চন্দ্র, এমটি রুহুল আমিন, স্বাস্থ্য সহকারী মুসলিমা জাহান, মাছুমা খাতুন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন ও পরিসংখ্যানবিদ বাপ্পী সোনার।

এই ক্যাম্পেইনের আওতায় ৮৮ হাজার ৮০৯ জন শিশু ও কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে ২২ হাজার ৩৪০ জন নিবন্ধন করেছে এবং নিবন্ধন প্রক্রিয়া এখনো চালু রয়েছে। জন্মসনদ না থাকলেও নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : আজ রোববার (১২ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিভিন্ন টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হয়েছে। প্রথম দিন উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নের ১৫ টি টিকাদান কেন্দ্রে এ কর্মসূচি পালিত হয়েছে। প্রথম দিনে ১৫ টি কেন্দ্রে ৩ হাজার ৭ জন শিক্ষার্থীকে টিকা প্রদানের কাজ শুরু করা হয়।

তবে টাইফয়েড টিকার জন্য এ উপজেলায় শতকরা ৪০ জন শিক্ষার্থী প্রথমিকভাবে রেজিষ্ট্রেশন করেছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন সরদার বলেন, প্রথম দিনে সারিয়াকান্দিতে টাইফয়েড টিকাদান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ছাড়াও শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এই উপজেলায় ৩৯হাজার ১১৮জন শিশু-কিশোর-কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের টার্গেট নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেদি হাসানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নাহিদ জোয়ারদারের সঞ্চালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, মেডিকেল আফিসার ডাক্তার আওফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির, ইন্ট্রাক্টর আব্দুস সামাদ প্রমুখ। উদ্বোধনী দিনে দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুপচাঁচিয়া সরকারি  পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে মোট ১৫শ শিশু-কিশোর-কিশেরীকে এই টিকা প্রদান করা হয়েছে।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : উপজেলার উচাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. বেলায়েত হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুন কুমার পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহুরুল ইসলাম ও উচাই বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. নওশাদ আলী প্রমুখ। এ উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী উপজেলার প্রায় ৬০'হাজার শিশুকে এ টিকা প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে পান ব্যবসায়ী হামেদের লাশ রেখে জমি দলিল : ১৯ ঘণ্টা পর দাফন

নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটন

বগুড়ার সোনাতলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের ৮৪টি সাব-মারসিবল পাম্প স্থাপন করা হয়নি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনে বসতভিটা বিলীন, হুমকিতে গুচ্ছগ্রাম

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলে টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন