ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটন

নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউপির কুশারপাড়া গ্রামের হাসিম উদ্দিনের মেয়ে সুমাইয়া ইয়াসমিন(৯) হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার সকালে খাওয়া শেষে অনুমানিক সকাল ৯টায় বাড়ির বাইরে খেলতে যায় সুমাইয়া।

কিছু সময় পর তার মা মোবাইলের মাধ্যমে জানতে পারেন- সুমাইয়াকে কে বা কারা হীরাডাঙ্গা গ্রামের মোশারফ হোসেন মশার আম বাগানের ভিতরে হাত বেঁধে মুখের ভিতর মাটি দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করেছে। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পোরশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং থানায় তাৎক্ষণিক একটি হত্যা মামলা রুজু করা হয়।

মামলার পরপরই নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম’র সরাসরি তত্ত্বাবধানে এবং মহাদেবপুর সার্কেলের তদারকিতে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল মামলার ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এ ঘটনায় গত বুধবার রাতে ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- কুশারপাড়া গ্রামের আব্দুল বারির ছেলে মাহবুব আলম(৩০), বদি নাথের ছেলে শ্রী সুজন(১৯), পাঁচড়াই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নুর আলম(৩০)।

আরও পড়ুন

আজ রোববার (১২ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়, ঘটনার দিন সুমাইয়া একটি প্লাস্টিকের সাদা ব্যাগ নিয়ে আসামি মাহবুবের কাছে বাগানের পেয়ারা নিতে যায়। পরে পেয়ারা দেওয়ার কথা বলে ভিকটিমকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণের চেষ্টা করে।

এসময় সুমাইয়া চিৎকার করলে তাকে কাপড়ের মোটা ফিতা গলায় পেঁচিয়ে হাত বেঁধে এবং মুখের ভিতর মাটি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। এছাড়া জড়িত অপর এক আসামি পলাতক রয়েছে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে পান ব্যবসায়ী হামেদের লাশ রেখে জমি দলিল : ১৯ ঘণ্টা পর দাফন

নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটন

বগুড়ার সোনাতলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের ৮৪টি সাব-মারসিবল পাম্প স্থাপন করা হয়নি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনে বসতভিটা বিলীন, হুমকিতে গুচ্ছগ্রাম

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলে টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন