রাকিবের গোলে হংকংয়ের সাথে ড্র করলো বাংলাদেশ

এক সপ্তাহ আগেই ঢাকায় হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে হারের তেতো স্বাদ পেয়েছিল বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্পোর্টস পার্কে ফিরতি লেগে সেই একই ভুল আবারও—তবে এবার আর পুরোপুরি হতাশ নয়, লড়াইয়ের শেষাংশে রাকিব হোসেনের গোল বাংলাদেশকে এনে দিয়েছে এক মূল্যবান পয়েন্ট। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়ে শেষ হয়, তবে এই ড্রয়েই কিছুটা সান্ত্বনা খুঁজে নিতে পারে লাল-সবুজের দল।
প্রথমার্ধে নিজেদের ছন্দ খুঁজে পেতে লড়াই করেছে হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানো, রক্ষণে ভুল—সব মিলিয়ে বেশ কয়েকবার বিপদে পড়ে বাংলাদেশ। ৩৪তম মিনিটে সেই পরিচিত ভুলই আবার শাস্তি দেয়। তারিক কাজী বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে হোঁচট খান, আর সেই সুযোগে হংকং ফরোয়ার্ড ফের্নান্দো পেরেইরাকে ফাউল করে বসেন তিনি। রেফারির বাঁশিতে পেনাল্টি, স্পট কিক থেকে নিখুঁত শটে ম্যাট অর গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের (১-০)।
এক গোল পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে ফেরে একদম অন্যরকম বাংলাদেশ। মাঝমাঠে ছন্দ ফেরান হামজা ও সামিত সোম, ডান প্রান্ত দিয়ে সাদ উদ্দিন আর বাম দিক থেকে হামজার দৌড়ঝাঁপে জমে ওঠে খেলা। ৬৪তম মিনিটে কোচ ক্যাবরেরা আক্রমণাত্মক পরিবর্তন আনেন—জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে নামিয়ে আরও ধার বাড়ান আক্রমণে। ৭৩তম মিনিটে সাদ উদ্দিনের ক্রসে একেবারে গোলমুখে বল পেয়েও জালে জড়াতে পারেননি ফাহামিদুল; বল দ্রুত গতিতে পা ছুঁয়ে চলে যায় বাইরে।
৭৬তম মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ওলিভার বেনজামিন। সামিত সোমকে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার। সংখ্যায় এগিয়ে গিয়ে আরও জোরদার আক্রমণ শুরু করে বাংলাদেশ।
আরও পড়ুন৮৪তম মিনিটে আসে অপেক্ষার সমতা গোল। বাঁ দিক থেকে ফয়সাল ফাহিমের দারুণ ক্রসে ফাহামিদুলের হেড প্রতিহত হয়ে ফিরে আসে রাকিবের সামনে। বক্সের ভেতর থেকে এক নিখুঁত শটে গোল করে জালের ঠিকানা খুঁজে পান এই ফরোয়ার্ড। তার গোলেই ১-১ সমতায় ফেরে ম্যাচ, জীবিত থাকে বাংলাদেশের আশাও।
শেষ দিকে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে ফিনিশিংয়ের ঘাটতি তাদের জয় থেকে বঞ্চিত করে। গ্রুপ ‘সি’-তে দুই পয়েন্ট নিয়ে এখনো তলানিতে রয়েছে বাংলাদেশ, আর ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। তবু এই ড্রয়ের মাধ্যমে বাছাইপর্বে টিকে থাকার ক্ষীণ সম্ভাবনা বজায় রেখেছে লাল-সবুজেরা।
মন্তব্য করুন