শমিত-জায়ান থাকলেও একাদশে নেই জামাল

ঘরের মাঠের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে একাদশে শমিত শোম-জায়ান আহমেদরা না থাকায় সমালোচনা শুনতে হয়েছিল হাভিয়ের কাবরেরাকে। এবার সেই একই প্রতিপক্ষের বিপক্ষে দুই শিষ্যকে একাদশে রেখেছেন বাংলাদেশি কোচ।
শমিত-জায়ানের সঙ্গে একাদশে আছেন তপু বর্মনও। তবে আজও শুরুর একাদশে জায়গা হয়নি দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার।বাদ পড়েছেন তাজ উদ্দিন, সোহেল রানা জুনিয়র ও ফাহিম।
এশিয়া কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ হংকংয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচটিতে জিততেই হবে। সেটাও অবশ্য নির্ভর করবে বাকি ম্যাচগুলো জিততে পারলে যদি-কিন্তুর ওপরে। এমন বাঁচা-মরার ম্যাচে গোলরক্ষকে থাকবেন যথারীতি মিতুল মারমা।রক্ষণে সামলাবেন তপু (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন।
আরও পড়ুন
মাঝ মাঠে হামজা চৌধুরীর সঙ্গে থাকছেন শমিত-সোহেল রানা সিনিয়র। আক্রমণভাগে থাকছেন শেখ মোরসালিন ও রাকিবের সঙ্গে একাদশে জায়গা পাওয়া জায়ান।
বাংলাদেশের একাদশ—
মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মন (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন।
মন্তব্য করুন