ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন বিশ্ব রেকর্ড, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: প্রীতি ম্যাচে চেইস স্টেডিয়ামে ৬-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। শক্তি, সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা পুয়ের্তো রিকো খুব একটা লড়াই করতে পারল না আর্জেন্টিনার বিপক্ষে। ভেনেজুয়েলার বিপক্ষে না খেলা অধিনায়ক লিওনেল মেসি এবার খেললেন পুরো ম্যাচই। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে পুয়ের্তো রিকোকে চেপে ধরা আর্জেন্টিনা এগিয়ে যায় চতুর্দশ মিনিটে। মাক আলিস্তে হেড করে খুঁজে নেন জাল। মেসির পাস থেকে ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গন্সালো মন্তিয়েল। ৩৬ মিনিটে আবারও জালের দেখা পান মাক আলিস্তের। ৬৪ মিনিটে গন্সালেসের শট  স্টিভেন এচেভারিয়ার পায়ে লেগে জড়ায় জালে। ৭৯ মিনিটে স্কোর লাইন ৫-০ করে ফেলেন লাউতারো মার্তিনেস। ৮৩ মিনিটে ব্যবধান আরও বাড়ান মার্তিনেস। মেসির ব্যাক হিলে জাল খুঁজে নেন তিনি। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কাতার। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করেছে দলটি।

দ্বিতীয়ার্ধে দুটি হেড থেকে গোল পায় কাতার। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আকরাম আফিফের ফ্রি কিক থেকে হেডে গোল করে কাতারকে এগিয়ে দেন বুয়ালেম খৌখি। ম্যাচের ৭৪ মিনিটে আবারও আফিফের ফ্রি কিক থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো মিগুয়েলের। ৮৯ মিনিটে কাতারের তারেক সালমান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অতিরিক্ত সময়ে ইউএই-এর সুলতান আদিল একটি গোল শোধ করলেও তাতে ফল বদলায়নি। যোগ হয় ১৫ মিনিটের বেশি সময়ের রোমাঞ্চকর অতিরিক্ত সময়, তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখে কাতার। ২০২২ সালে আয়োজক হিসেবে প্রথমবার বিশ্বকাপে খেলেছিল কাতার। এবার তারা টানা দ্বিতীয়বারের মতো মূল পর্বে জায়গা পেল।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন বিশ্ব রেকর্ড

দলগুলোর কাছে পাঠানো হলো জুলাই সনদ, স্বাক্ষর শুক্রবার

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

রাকসু নির্বাচনে ৪৯% এগিয়ে ছাত্রশিবির, ছাত্রদল ২.৩%

কলাবাগানে স্ত্রীকে হত্যায় ডিপ ফ্রিজে রাখার ঘটনায় অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

হংকং থেকে সকালেই ইংল্যান্ডে রওয়ানা দিয়েছেন হামজা