ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

দিনাজপুরের ঘোড়াঘাটে হঠাৎ বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

দিনাজপুরের ঘোড়াঘাটে হঠাৎ বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে হঠাৎ করেই বেওয়ারিশ কুকুরের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে এলাকার জনসাধারণ বিশেষ করে শিশু ও বয়স্করা ভীত-সন্ত্রস্ত অবস্থায় চলাফেরা করছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বলগাড়ী বাজার, হরিপাড়া বাজার, ওসমানপুর, বলাহার, ডুগডুগি বাজার ও উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র রানীগঞ্জ বাজারসহ আশেপাশের আবাসিক এলাকাগুলোতে প্রায়ই একসাথে ১৫ থেকে ২০টি কুকুর দলবেঁধে ঘোরাফেরা করছে।

এলাকাবাসী জানান, গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন মহল্লা, বাজার ও স্কুলের আশপাশে বেওয়ারিশ কুকুরের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রাতে এই কুকুরগুলোর আক্রমণাত্মক আচরণে অনেকেই রাস্তায় চলাফেরায় ভীত হয়ে পড়েছেন। কিছু কিছু কুকুরকে দলবদ্ধ অবস্থায় হামলা চালাতেও দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

পশুসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, খাদ্যাভাব ও নিরাপদ আশ্রয়ের অভাবেই কুকুরগুলো জনবসতিপূর্ণ এলাকায় চলে আসছে। অনেক ক্ষেত্রেই কুকুর পালন করে পরবর্তীতে মালিকেরা ফেলে দেন, যার ফলে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন

এই বেওয়ারিশ কুকুরগুলো প্রায়ই আক্রমণাত্মক আচরণ করে থাকে। এ ধরনের বেওয়ারিশ কুকুরদের মধ্যে অনেক সময় জলাতঙ্ক (রেবিস) ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে, যা মানুষের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তাই যথাযথ নিয়ন্ত্রণ ও টিকা প্রদান ছাড়া এই সংকট থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়।

ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব জানান, প্রতিদিন গড়ে দুই থেকে পাঁচ জন কুকুর বা বিড়াল কামড়ানো রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু গত একবছর থেকে রেবিস ভ্যাকসিনের সরবরাহ নাই। ফলে নিম্নবিত্ত মানুষের জন্য বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে তা ব্যবহার করা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বারবার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছে।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জনসাধারণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কুলগামী শিশু, পথচারী এবং সাইকেল বা মোটরসাইকেল চালকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে। পৌরসভা এবং প্রাণিসম্পদ দপ্তরের সাথে সমন্বয় করে একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ঘোড়াঘাটে হঠাৎ বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৯ সদস্য

আগামী অ্যাশেজে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে প্রস্তুত জো রুট

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর

জাল নোটের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

মা-বাবার জন্য দোয়া