ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

মেহেরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জাবি শিক্ষার্থী নিহত

মেহেরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জাবি শিক্ষার্থী নিহত

মেহেরপুরে সড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফারহানা ওয়াহেদা নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের পেয়াদাপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি স্ত্রী ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ফতেপুর ইটভাটার কাছে পৌঁছালে তারা একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তূপের মধ্যে পড়ে যায়। এতে স্ত্রী ফারহানা ওয়াহেদা ছিটকে পাশে থাকা ট্রাকের মাঝখানে পড়ে যান। পরে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন তিনি নিজেও। পরে এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরিবার ময়নাতদন্ত করতে রাজি না। লিখিত পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জাবি শিক্ষার্থী নিহত

ফেব্রুয়ারিতে নির্বাচন, এ নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা নেই : আইন উপদেষ্টা

কুড়িগ্রামের রাজারহাটে পঁচা-বাসি মাংস বিক্রি করার সময় কসাই আটক ৩ হাজার টাকা জরিমানা

বরিশালে মহাসড়কের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

ডেঙ্গু : আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮

গাজায় শান্তি প্রতিষ্ঠায় চুক্তি