ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারাই শোষণ করেছে: শামীম সাঈদী

৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারাই শোষণ করেছে: শামীম সাঈদী

পিরোজপুর -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, গত ৫৪ বছরে এই দেশে শাসক সমাজ যারা ক্ষমতায় এসেছে তারাই আমাদের শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিয়ার পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর পৌর শহরের টাউন ক্লাব রোডে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম সাঈদী বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজ দেশ একটি শান্ত পরিবেশে স্বস্তির পরিবেশে ফিরে এসেছে। ৫৪ বছর আগে সোনার বাংলা গড়ার লক্ষ্যে যারা এই দেশকে স্বাধীন করেছিল সেই স্বাধীনতা আজ অব্দি আমরা ভোগ করতে পারিনি।

তিনি আরও বলেন, আমরা পিআর পদ্ধতি চাই কিন্তু কেউ কেউ মনে করছে আমরা নির্বাচন বানচাল করতে চাই। আসলে তা নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতন্ত্র এবং নির্বাচনমুখী একটি দল। বাংলাদেশে এ পর্যন্ত কোনো দলই ৩০০ আসনে প্রার্থী দিতে পারেনি। একমাত্র জামায়াত ছাড়া।

শামীম সাঈদী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করেছিল। তখনকার শাসক দল তত্ত্বাবধায়ক সরকার বুঝতে চায়নি, বুঝতে পারেনি। কিন্তু আমরা আন্দোলন এবং হরতাল অবরোধের মাধ্যমে বাংলাদেশের সব দল মিলেমিশে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে সংবিধিবদ্ধ করতে পেরেছিলাম। একইভাবে আজ কেউ কেউ মনে করে পিআর পদ্ধতি কী জিনিস আমরা তা জানি না, আমরা তা বুঝি না এবং জানতেও চাই না। পিআর পদ্ধতি আপনাকে বুঝতে হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আজ আমি নীলতি গ্রামে গিয়েছিলাম, কতিপয় ব্যক্তি হিন্দুদের বাধা দিয়েছে আমার প্রোগ্রামে আসার জন্য। নির্বাচন শুরুই হয়নি, এখনই পেশিক্তির ব্যবহার হচ্ছে। এখনই টাকা-পয়সার ছড়াছড়ি হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকা-পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন করতে চায় বলেই পিআর পদ্ধতি চাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড চাচ্ছে।

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ জহিরুল হকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে: সালাহউদ্দিন

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে টানা তিন দিনে পদ্মা নদী থেকে ধরা ৬৭ কেজি ইলিশ জব্দ

মিথ্যা ধ্বংস ডেকে আনে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ২ কোটি মানুষের জীবনমান পরিবর্তন হবে : করতোয়াকে আসাদুল হাবিব দুলু

বগুড়ার শেরপুরে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত