ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

বগুড়ার শেরপুরে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত

বগুড়ার শেরপুরে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গোলাম মোস্তফা (৩৬) নামের এক যুবককে মারপিটের পর ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গোলাম মোস্তফার বাবা নাদু মন্ডল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ভবানীপুর ইউনিয়নের স্বরো গ্রামের রাজু বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা নেন।

কিন্তু নির্ধারিত সময়ে বিদেশে পাঠাতে ব্যর্থ হলে টাকা ফেরত দিতে রাজু নানা টালবাহানা করতে থাকেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে এক সালিশ বৈঠকে রাজু জামানত হিসেবে নন জুডিশিয়াল স্ট্যাম্প ও তার স্ত্রীর নামে ডাচ্-বাংলা ব্যাংকের দুটি চেক গোলাম মোস্তফাকে প্রদান করেন। এর একটি চেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ও অন্য চেকে সাড়ে ৩ লাখ টাকা উল্লেখ ছিল।

আরও পড়ুন

দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পরও রাজু টাকা ফেরত না দেওয়ায় গোলাম মোস্তফা টাকা ফেরতের জন্য চাপ দেন। পরে রাজু টাকা ফেরতের কথা বলে বিদেশ থেকেই তার ভাই আজাদকে দিয়ে মোস্তফাকে ছোনকা হাইস্কুল মাঠে ডেকে নেন। গতকাল মঙ্গলবার রাতে গোলাম মোস্তফা সেখানে পৌঁছাল কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে।

পরে তারা গোলাম মোস্তফার পকেটে থাকা সাড়ে ৩ লাখ টাকার চেক ছিঁড়ে ফেলে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে: সালাহউদ্দিন

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে টানা তিন দিনে পদ্মা নদী থেকে ধরা ৬৭ কেজি ইলিশ জব্দ

মিথ্যা ধ্বংস ডেকে আনে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ২ কোটি মানুষের জীবনমান পরিবর্তন হবে : করতোয়াকে আসাদুল হাবিব দুলু

বগুড়ার শেরপুরে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত