ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী পেলেন স্মার্ট সাদাছড়ি

বগুড়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

বগুড়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বগুড়ার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে ১০জন দৃষ্টিপ্রতিবন্ধীকে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়।

উইমেন্স ফান্ড এশিয়া ও উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রকনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের  প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আকতার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার  মো: জেদান আল মুসা পিপিএম, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো: সাজ্জাদুল হক। আরও বক্তব্য রাখেন, ডব্লিউডিডিএফ এর জেলা সমন্বয়কারী  আব্দুল্লাহ আল ফয়সাল, জেলা অন্ধ সংস্থার মীর মোর্শেদ আলী। উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আতোয়ার রহমান, শহর সসমাজসেবা কর্মকতা নূরুল ইসলাম।

প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, আল্লাহ সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা দিয়ে রেখেছেন। সঠিক পরিচর্চা পেলে  এই মানুষগুলোও সমাজে  ও দেশের জন্য অনেক ভাল কিছু উপহার দিতে পারবেন। যাদের হাত-পা, মাথা ভাল আছে  কিন্তু দেখতে পারেন না, তারা চলাচল করতে সাদাছড়ি ব্যবহার করেন। তারা বিশ্বকে মনের চোখে দেখেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সময়ের সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গিও পাল্টে গেছে। শুধুমাত্র শারিরিক অক্ষমতার জন্য মানুষ আর পিছিয়ে নেই। তাই সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সরকার সমাজের এই বৃহৎ জনগোষ্ঠিকে মূল ধারার সাথে সম্পৃক্ত করতে কাজ করছেন।

উল্লেখ্য, সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে থাকে। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচলের প্রতীক হিসেবে ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রে সাদাছড়ি ব্যবহারের প্রচলন শুরু হয়। পরবর্তীতে ১৯৬৪ সালে মার্কিন কংগ্রেসে একটি আইন পাসের মাধ্যমে প্রতি বছরের ১৫ অক্টোবর সাদাছড়ি নিরাপত্তা দিবস পালনের সিদ্ধান্ত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে: সালাহউদ্দিন

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে টানা তিন দিনে পদ্মা নদী থেকে ধরা ৬৭ কেজি ইলিশ জব্দ

মিথ্যা ধ্বংস ডেকে আনে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ২ কোটি মানুষের জীবনমান পরিবর্তন হবে : করতোয়াকে আসাদুল হাবিব দুলু

বগুড়ার শেরপুরে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত