ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার গতকাল বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিদের সাথে মত বিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এখন থেকে দলের মধ্যে আর কোনো বিরোধ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও বার্তা একটাই সবাই মিলে মিশে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। কোনো ভাই বা নেতা নয়, দলের নির্দেশনা মেনে দলের আনুগত্য থেকে ধানের শীষের পক্ষে কাজ করে দলকে বিজয়ী করতে হবে।

উপজেলা যুবদলের কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা আবু রায়হানের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী প্রমুখ।

আরও পড়ুন

পরে আব্দুল মহিত তালুকদার জুলাই আন্দোলনে শহীদ শ্রমিকদল নেতা আব্দুর রাহিমের বাড়িতে গিয়ে তার মাসহ পরিবারের লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বিএনপি সব সময় শহীদ পরিবারদের পাশে থাকবে। সাক্ষাৎ শেষে তিনি শহীদ আব্দুর রাহিমের কবর জিয়ারত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে: সালাহউদ্দিন

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে টানা তিন দিনে পদ্মা নদী থেকে ধরা ৬৭ কেজি ইলিশ জব্দ

মিথ্যা ধ্বংস ডেকে আনে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ২ কোটি মানুষের জীবনমান পরিবর্তন হবে : করতোয়াকে আসাদুল হাবিব দুলু

বগুড়ার শেরপুরে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত