ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার, ৬ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার, ৬ পুলিশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : বগুড়া আদালতে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া জোড়া হত্যা মামলার হাজতি আসামি রফিকুল ইসলাম (৪০) পুনরায় গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ডিবি বগুড়ার ইনচার্জ ইন্সপেক্টর মো: ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একটি টিম আদমদিঘী উপজেলার বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহযোগিতায় চাঁপাপুরে ব্লক রেইড দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, আদালতে দায়িত্বে অবহেলার জন্য ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক, কনস্টেবল দেলোয়ার হোসেন, কনস্টেবল দুলাল মিয়া, কনস্টেবল জাকির হাসান। এ ঘটনায় আদালতের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদি হয়ে পলাতক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।

আরও পড়ুন

এর আগে গতকাল সোমবার বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের হাজতখানা হতে জেলা কারাগারে প্রেরণের আগে বিকেল ৪টার দিকে কৌশলে পালিয়ে যায় আসামি রফিকুল ইসলাম। পালানোর সময় তার হাতে হ্যান্ডকাপ ছিলনা। কৌশলে হান্ডকাপ খুলে পালিয়েছিল সে। ধৃত রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন