করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজে দুর্যোগে ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) যুব রেড ক্রিসেন্ট, বগুড়া-এর উদ্যোগে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের অডিটোরিয়ামে দুর্যোগে ঝুঁকি হ্রাস, মহামারী, অতিমারীতে প্রস্তুত ও সাড়াদান বিষয়ক দিনব্যাপী কর্মশালা হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অসিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোজাম্মেল হক।
কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বগুড়া ইউনিটের সেক্রেটারী শাহাদৎ হোসেন, কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান ছোটন এবং যুব স্বেচ্ছাসেবক প্রধান রায়হান খন্দকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুব সদস্য মাসুদুর রহমান, সিনিয়র যুব সদস্য রাশিদা খাতুন রানী এবং করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে যুব সদস্যসহ প্রায় ৪০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আরও পড়ুনমন্তব্য করুন