একের পর এক তানিয়া বৃষ্টির নতুন নাটক
_original_1760541453.jpg)
অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানিয়া বৃষ্টি। সাম্প্রতিক সময়ে একক নাটকে অভিনয়ে যারা ব্যস্ত তাদের মধ্যে তানিয়া বৃষ্টি একজন। যার একক নাটক প্রতিনিয়তই প্রকাশ পাচ্ছে। তানিয়া বৃষ্টির নতুন নতুন একক নাটক একের পর এক প্রকাশ পাচ্ছে। গেলো মাসেই এক এক করে প্রকাশ পেলো বৃষ্টি অভিনীত ‘জামাই বউ বাটপার’ (পরিচালক মাসুদ রানা অনিক),‘ পানু হেটস রানু’ (পরিচালক মাসুদ রানা অনিক) ও ‘দাদীর দাদাগিরি’ (পরিচালক শহীদ উন নবী)। আর এরইমধ্যে আরো প্রকাশ পেলো মিতুল খানের ‘সুইট প্রেমিক’, মহিন খানের ‘কাবিনের বোঝা’ ও জাকিউল ইসলাম রিপনের ‘রেগে গেলাম তো হেরে গেলাম’।
প্রকাশিত নাটকগুলোর মধ্যে মিতুল খানের ‘সুইট প্রেমিক’ নাটকটি বেশ সাড়া ফেলেছে। নাটকে বৃষ্টির বিপরীতে রয়েছেন নিলয় আলমগীর। কিছুদিন আগেই তুহিন হোসেনের ‘জয়িতার দিনরাত্রি’ নামের একটি নাটক প্রকাশিত হয়। এতে নাম ভূমিকায় অভিনয় করেন বৃষ্টি। এটি ছিলো একটি নারী প্রধান গল্পের নাটক। যে কারণ জয়িতা চরিত্রে অভিনয় করাটাও ছিলো বৃষ্টির জন্য চ্যালেঞ্জিং। তারপরও এতে অভিনয়েল জন্য তিনি দারুণ সাড়া পেয়েছেন। এছাড়াও সোহেল রানা ইমনের নির্দেশনায় বৃষ্টি ও পার্থ শেখ অভিনয় করেছিলেন ‘এই শহরে মেঘেরা একা’ নামের একটি নাটক। এই নাটকে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন বৃষ্টি। আর প্রচারে আসা নতুন নাটক ‘সুইট প্রেমিক’,‘ কাবিনের বোঝা’ ও ‘রেগে গেলাম তো হেরে গেলাম’র জন্য একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছেন বৃষ্টি।
আরও পড়ুনতানিয়া বৃষ্টি বলেন,‘ জয়িতার দিনরাত্রি নাটকটি ছিলো একেবারেই ভিন্নরকম একটি গল্পের নাটক। জয়িতা চরিত্রে অভিনয়ের জন্য অনেক শ্রম দিয়েছি। এই শহরে মেঘেরা একার জন্যও খুউব ভালো সাড়া পাচ্ছি। সত্যি বলতে কী এই সময়টাতে আমি অনেক ভালো ভালো গল্পের নাটকে কাজ করার সুযোগ পাচ্ছি। চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ আসছে। এটা আমার জন্য অনেক অনেক ভালোলাগার একটি বিষয়। অনেক কষ্ট সংগ্রামের পর আজ একজন অভিনেত্রী হিসেবে আলহামদুলিল্লাহ ভালো একটি অবস্থানে আসতে পেরেছি। দর্শক আমার অভিনীত প্রতিটি নাটক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন, আমার অভিনীত নাটক দেখে তার তাদের ভালোলাগার কথা প্রকাশ করেন-এটাইতো আসলে চেয়েছিলাম আমি। দর্শকের জন্যই তো আসলে ভালো ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করি। এখন গল্প নিজের মনের মতো নির্বাচন করতে পারছি। ভালোলাগলে কাজ করছি না ভালোলাগলে করছি না। এই যে গল্প নির্বাচনে চরিত্র নির্বাচনে স্বাধীনতাটা এটা সকল শিল্পীই চায়। কারো কারো জীবনে সেই সুযোগ আসে, কারো কারো জীবনে আসেনা। আমাকে নিয়ে এখন যারা নিয়মিত কাজ করছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ তারা আমার ইচ্ছেকে গুরুত্ব দিচ্ছেন। তাতে আমি ভালো কাজ করার সুযোগ পাচ্ছি।’
মন্তব্য করুন