যুক্তরাষ্ট্রে লালন উৎসবে ফরিদা পারভীনকে উৎসর্গ করে গাইবেন শাহনাজ বেলী
_original_1760542408.jpg)
অভি মঈনুদ্দীন ঃ আগামী ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক লালন উৎসব ২০২৫’। আর এই উৎসবেই সদ্য প্রয়াত প্রখ্যাত লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনকে উৎসর্গ করে গাইবেন নন্দিত জনপ্রিয় ফোক শিল্পী শাহনাজ বেলী। বিষয়টি গতকাল যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিত করেছেন তিনি। অনুষ্ঠানে থাকছে ফকির লালনকে কেন্দ্র করে বিশেষ আলোচনা, সঙ্গীত, নৃত্য ও কবিতা পাঠ।
শাহনাজ বেলী বলেন.‘ বেশকিছুদিন হলো আমি যুক্তরাষ্ট্রে এসেছি।এরইমধ্যে আমি যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেট-এ সঙ্গীত পরিবেশন করেছি। এরমধ্যে আন্তর্জাতিক লালন উৎসব ২০২৫ -আমার কাছে খুউব গুরুত্বপূর্ণ একটি উৎসব। কারণ এই উৎসবে আমি আমার ভীষণ শ্রদ্ধার, ভালোবাসার এবং বাংলাদেশের গর্ব সদ্য প্রয়াত শ্রদ্ধেয় ফরিদা পারভীন আপাকে উৎসর্গ করে গান গাইতে পারবো। এরইমধ্যে আমরা আরো যারা এতে সঙ্গীত পরিবেশন করবো সবাই প্র্যাকটিসে অংশ নিয়েছি। আমার কেন যেন মনে হচ্ছে এবারের লালন উৎসব অনেক ভালো হবে। আশা করছি নির্ধারিত দিনে সবার সঙ্গে দেখা হবে কথা হবে।’
এদিকে গত ১৩ অক্টোবর কুইন্স প্যালেসেই ‘স্বর্ণালী গানের আসর’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা ছিলো শাহনাজ বেলীর। কিন্তু নির্ধারিত তারিখটি পিছিয়ে আজ ১৬ অক্টোবর সন্ধ্যা সাতটায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে জানান শাহনাজ বেলী। এই আসরে তারসঙ্গে আরো গাইবেন রিজিয়া পারভীন। এদিকে কুষ্টিয়া’তে নিজের গ্রামের বাড়িতে কয়েকবছর আগে শাহনাজ বেলী ‘শাহনাজ বেলী সঙ্গীত একাডেমি’ নামে একটি সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠিত করেছিলেন। তা এখনো আছে। সেখানে গান শিখতে আগ্রহীদের গানে তালিম দেয়া হয়ে থাকে। শাহনাজ বেলী’র স্বপ্ন একদিন তার একাডেমি থেকে দেশে অনেক শিল্পী প্রতিষ্ঠা পাবে। বেলী জানান, আপাতত নতুন কোনো মৌলিক গান করছেন না তিনি।
আরও পড়ুনতবে আগামী বছর থেকে নতুন মৌলিক গান প্রকাশে পূর্ণ মনোযোগ দিবেন। মূলত বাবার কাছে বেলী তালিম নেন লালনের গান, মারফতি গান, মুর্শিদি গান। আবার এখনো তালিম নেন খুরশীদ আলম বয়াতীর কাছে বাউলের বিচ্ছেদের বিভিন্ন ধারার গান। অষ্টম শ্রেণীতে পড়ার সময় বেলী ঢাকা আসেন শফিপুর আনসার একাডেমির একটি অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য। সেই অনুষ্ঠানে তিনি লালনের ‘মিলন হবে কতো দিনে আমার মনের মানুষের সনে’ গানটি গাওয়ার পর উপস্থিত শ্রোতা দর্শক তার গান শুনে বিস্মিত হয়ে যান। শাহনাজ বেলী’র মা সুজাতা আলী। তার একমাত্র কন্যা মোবাশ্বেরা কবির আভা। জাপান, অষ্ট্রেলিয়া, ইতালী, লণ্ডন, আমেরিকা, কাতার. দুবাই’সহ আরো বহু দেশে তিনি অসংখ্যবার গিয়েছেন সঙ্গীত পরিবেশন করতে। শাহনাজ বেলী কৃতজ্ঞ ড. রিয়াজুল খন্দকারের কাছে লালনের গানের বাণী এবং উচ্চারণ সঠিকভাবে জানতে পারার কারণে।
মন্তব্য করুন