ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

‘শেষের গল্প’র পর ‘মধ্যবর্তিনী’তে দীপা, সঙ্গে ইমতু

‘শেষের গল্প’র পর ‘মধ্যবর্তিনী’তে দীপা, সঙ্গে ইমতু

অভি মঈনুদ্দীন ঃ কিছুদিন আগে এনটিভিতে প্রচারিত হয়েছে মুরাদ পারভেজ রচিত ও পরিচালিত খণ্ড নাটক ‘শেষের গল্প’। নাটকে দীপার অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নাটকটিতে দীপা তার চরিত্রে অভিনয়ের জন্য ভীষণ প্রশংসিতও হন। একই পরিচালকের রচনায় জিনাত তামান্নার পরিচালনায় নতুন নাটক ‘মধ্যবর্তিনী’তে অভিনয় করলেন দীপা খন্দকার।

‘শেষের গল্প’তে দীপার সহশিল্পী ছিলেন জাহিদ হোসেন শোভন। ‘মধ্যবর্তিনী’ নাটকে দীপার সহশিল্পী হিসেবে আছেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা, মডেল ইমতু রাতিশ।

এরইমধ্যে শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশন রশিদপুর চাবাগানের নাটকটির দৃশ্য ধারন শেষে গতকাল সকালের ট্রেনে শিল্পীরা ঢাকায় ফিরেছেন। নাটকটিতে ইমতু অভিনয় করেছেন চা বাগানের ম্যানেজারের চরিত্রে। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপাকে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন,‘ মুরাদ পারভেজ-এর শেষের গল্প নাটকে অভিনয় করে অভূতপূর্ব সাড়া পেয়েছি। অনেক দর্শক আমাকে শেষের গল্পতে অভিনয়ের জন্য তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। বিশেষত যে চরিত্রটিতে আমি অভিনয় করেছি সেই চরিত্রটি নিয়ে তারা তাদের অভিমত প্রকাশ করেছেন। মধ্যবর্তিনীও আমাদের জীবনেরই গল্প। স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় কারো প্রবেশের সে আরেক জীবনের গল্প। পরিচালকই যেহেতু নাট্যকার, তাই নাটকটি নির্মাণেরও যথারীতি তার শতভাগ মনোযোগ ছিলো। আর যেহেতু শেষের গল্পটা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তাই মধ্যবর্তিনী নির্মাণে জিনাত তামান্না সিরিয়াস এবং সচেতন ছিলেন। যে কারণে কাজটা সবমিলিয়ে খুউব ভালো হয়েছে। ইমতু আমার সহশিল্পী হিসেবে চমৎকার অভিনয় করেছে। আমি মধ্যবর্তিনী নিয়েও ভীষণ আশাবাদী।’

আরও পড়ুন

ইমতু রাতিশ বলেন,‘ স্বামীর জীবনে আসা তৃতীয় নারীর আগমন নিয়েই স্বামী স্ত্রীর সম্পর্কের দ্বন্দ্ব। ভীষণ সুন্দর একটা গল্প। সহজ কথায় যদি বলি এই নাটকে অভিনয় করে আমার মনটা ভরে গেছে। মুরাদ ভাই, দীপা আপু, জিনাত তামান্না সবাই ভীষণ সহযোগিতা করেছেন। আমার বিগত দিনে করা অনেক নাটকের মধ্যে এই নাটককে আমি সবসময়ই এগিয়ে রাখবো। গল্প, চরিত্র, লোকেশন সবমিলিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ। এই ধরনের চরিত্রে কাজ করার মানসিক ক্ষিধে থাকে আর শিল্পীসত্ত্বার আনন্দ এখানেই। অনেক অনেক কৃতজ্ঞতা বিশেষত মুরাদ ভাইয়ের প্রতি।’

জানা যায়, নাটকটি শিগগিরই প্রচারে আসবে। এদিকে দীপা এরইমধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় শুরু করেছেন নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’র কাজ। পাশাপাশি বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে: সালাহউদ্দিন

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে টানা তিন দিনে পদ্মা নদী থেকে ধরা ৬৭ কেজি ইলিশ জব্দ

মিথ্যা ধ্বংস ডেকে আনে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ২ কোটি মানুষের জীবনমান পরিবর্তন হবে : করতোয়াকে আসাদুল হাবিব দুলু

বগুড়ার শেরপুরে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত