দুই খুনের আসামি আমার গলায় খুর ধরেছিল : সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্কঃ ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র রাখার অভিযোগে দীর্ঘ সময় কারাগারে কাটাতে হয়েছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সেই সময়কার এক ভয়ংকর অভিজ্ঞতার কথা।
কারাগারে খুনের আসামিদের সঙ্গে থাকতে হয়েছিল সঞ্জয় দত্তের। সেখানে থাকার অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা জানান, সেখানে থাকাকালীন, গোঁফ-দাড়ি কামিয়ে দেওয়ার জন্য এক কয়েদি এসেছিলেন তার কাছে। কথা বলতে গিয়ে সঞ্জয় জানতে পারেন, সেই কয়েদি দুটি খুন করেছেন।
সেই কয়েদির নাম ছিল মিশ্র। তিনি যখন দাড়ি কাটতে এসেছিলেন, সঞ্জয় জানতে চেয়েছিলেন, তিনি ঠিক কত দিন ধরে বন্দি রয়েছেন। মিশ্র জানিয়েছিলেন, তিনি ১৫ বছর ধরে জেলে আছেন।
আরও পড়ুনসাক্ষাৎকারে সঞ্জয় বলেন, ‘দাড়ি কাটার সময়ে ওর হাতের খুর যখন আমার গলার কাছে, আমি জানতে চাই ও কী করেছে। তখন ও-ই বলে, দুটো খুনের জন্য বন্দি ও। সঙ্গে সঙ্গে আমি ওর হাতটা চেপে ধরেছিলাম। ভাবা যায়, দুটো খুনের আসামি খুর হাতে আমার দাড়ি কাটছে! এই হলো জেলের জীবন।’
উল্লেখ্য, সম্প্রতি টাইগার শ্রফ, হারনাজ সন্ধু ও সোনম বাজওয়া অভিনীত ‘বাগি ফোর’ ছবিতে অভিনয় করেছেন সঞ্জয়।
মন্তব্য করুন