জনগণের কল্যাণে আনসার-ভিডিপির সদস্যদের কাজ করতে হবে- রংপুর রেঞ্জ উপমহাপরিচালক

রংপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস বলেছেন, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির যুগোপযোগী প্রশিক্ষণে মহাদিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষাবাহিনী।
আনসার মৌলিক প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের কল্যাণে সমাজের উন্নয়নে আনসার-ভিডিপির সদস্যদের কাজ করতে হবে। গ্রামাঞ্চলের ও সামাজিক কার্যকলাপ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন দলগতভাবে প্রতিরোধে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সবাইকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মাহিগঞ্জ জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদি ১৩৬ জন, উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপে) কোর্সের সমাপনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুনপ্রশিক্ষণ কোর্স সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স অধিনায়ক রাশেদুল ইসলাম বিএএমএস। এসময় বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী মো. রুবেল হোসেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীর মধ্য হতে ৪ জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয় এবং শর্টগানে গুলি ছুড়া অনুশীলন করেন প্রশিক্ষর্ণার্থীরা।
প্রশিক্ষণ কোর্স সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসারের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ। শেষে প্রশিক্ষণার্থীদের দেশ রক্ষার শপথ বাক্য পাঠ করানো হয়।
মন্তব্য করুন