সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

স্টাফ রিপোর্টার : বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার বিকল্প নেই। সাক্ষরতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। সরকার প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করলেও বিনাকারণেই প্রাথমিক পর্যায়ে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে, যা অত্যন্ত দুঃখজনক। সরকার প্রাথমিক শিক্ষার সব ব্যয়ভার বহন করছে। তারপরও দারিদ্র্যের অজুহাতে অনেক অভিভাবক কিশোর-কিশোরীদের শিশুশ্রমে নিয়োজিত করেন, যা আইনে দণ্ডনীয় অপরাধ।
তিনি আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আলোচনা সভায় তিনি আরও বলেন, আমাদের শুধু সাক্ষরতার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে। ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যের সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এস এম সাদ্দাম হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা সিভিল সার্জন ডা. মোফাখখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান।
র্যালি ও আলোচনা সভায় টিএমএসএস, গাক, জিবিএস, বগুড়া ওয়াইএমসিএ, মেরী সমাজ কল্যাণ সংস্থা, প্রতিবন্ধী সেবা সংস্থা, উপানুষ্ঠানিক প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশ নেন। আলোচনা সভার আগে সকালে বগুড়া জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বগুড়া শহরে র্যালি বের হয়।
আরও পড়ুনজেলা প্রশাসক কার্যালয়ের বটতলা চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা।
মন্তব্য করুন