ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে লাশ হয়ে ফিরল বগুড়ার আয়মান

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে লাশ হয়ে ফিরল বগুড়ার আয়মান

স্টাফ রিপোর্টার : বগুড়া থেকে কক্সবাজারে পরিবারের সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল জুহায়ের আয়মান (১৭)। গতকাল রোববার বেলা ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন আয়মান। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর সোয়া ৬টার দিকে জেলার সমিতিপাড়া সৈকতে তার ভেসে আসা লাশটি উদ্ধার করা হয়। আয়মান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাই মুজাহিদুর রহিম মিজুর শ্যালিকার ছেলে।

মুজাহিদুর রহিম মিজু জানান, তার নিজের এবং স্ত্রীর দুই বোনের পরিবার গত বৃহস্পতিবার একসঙ্গে কক্সবাজারে বেড়াতে যায়। গতকাল রোববার বেলা ৩টার দিকে আয়মানের প্রায় সমবয়সী আরও দুই খালাতো ভাই একসঙ্গে সমুদ্র সৈকতে গোসলে নামলে তিনজনই সাগরের প্রবল ঢেউয়ে ভেসে যায়।

পরে সেফ গার্ডের সদস্যরা এসে অপর দু’জনকে উদ্ধার করতে পারলেও আয়মানের খোঁজ পাওয়া যায়নি। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় জেলেরা বালুচরে লাশ পড়ে থাকতে দেখে বেসরকারি সি-সেফ লাইফ গার্ডের সদস্যদের খবর দেন। এরপর ফায়ার সার্ভিস লাইফগার্ড ও বিচ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

জুহায়ের আয়মান বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালে এসএসসি পাশ করেছে। আয়মানের বাবা মো. শরিফুল ইসলাম একজন পরিবহন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুর হলেও শরিফুল ইসলাম স্ত্রী-সন্তানদের নিয়ে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় বসবাস করতেন।

আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুপুর ১২টার দিকে মরদেহ নিয়ে স্বজনেরা বাড়ির পথে রওনা দিয়েছেন। সিনিয়র লাইফ গার্ড কর্মকর্তা ওসমান গনি জানান, ভোরে স্থানীয়দের খবর পেয়ে লাইফ গার্ড সদস্যরা মরদেহটি উদ্ধার করেন এবং পরিবারের সদস্যদের নিয়ে পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও লাইফ গার্ড সূত্রে জানা গেছে, গোসলের সময় হঠাৎ উত্তাল ঢেউয়ে বন্ধুরা ভেসে যান। লাইফ গার্ড সদস্যরা দ্রুত দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও আহনাফ সাগরের গভীরে তলিয়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সমুদ্রসৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সি-সেফ লাইফ গার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমদ বলেন, সৈকতের লাবনী থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতের কয়েকটি স্থানে গুপ্ত খাল রয়েছে। গুপ্ত খাল এলাকার পানিতে নামতে নিষেধ করে বালুচরে একাধিক লাল নিশানা ওড়ানো হচ্ছে। এর আগেও চলতি বছরের ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসান কক্সবাজার সৈকতে নিখোঁজ হন। এখনও তার খোঁজ মেলেনি।

লাইফ গার্ড সংগঠন সি সেইফ জানায়, গত এক বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক। একই সময়ে সতর্ক তৎপরতায় প্রায় ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  এদিকে জুহায়ের আয়মানের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ অসিত কুমার সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ আটক ২