ব্রেন স্ট্রোক করেছেন অভিনেত্রী সায়ন্তনী
_original_1757333476.jpg)
বিনোদন ডেস্কঃ বাড়িতে ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। কিন্তু বিধিবাম! কোনো ধরনের শারীরিক অসুস্থতা না থাকার পরও হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। পরে চিকিৎসকের কাছে নেয়া হলে জানানো হয়―ব্রেন স্ট্রোক হয়েছে অভিনেত্রীর।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগেই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের কাজ শেষ হয়েছে। এ কারণে আপাতত বাড়িতেই ছুটিতে রয়েছেন তিনি। অন্যান্য দিনের মতোই সময় কাটাচ্ছিলেন। কিন্তু এরপর যে হঠাৎ অসুস্থ হয়ে ব্রেন স্ট্রোক হবে, তা হয়তো কখনো কল্পনাও করতে পারেননি সায়ন্তনী।
গত বুধবার ঘটেছে এ ঘটনা। হঠাৎ অসুস্থ হওয়ার পর সঙ্গে সঙ্গে সায়ন্তনীকে চিকিৎসকের কাছে নেন তার স্বামী ইন্দ্রনীল। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ার জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনদিন হাসপাতালে থাকার পর রোববার (৭ সেপ্টেম্বর) বাড়িতে ফিরেছেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আপাতত ১৫ দিন বিশ্রামে থাকতে হবে সায়ন্তনীকে। যদিও এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছেন। হাসপাতালের পোশাক পরিহিত ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হতো না স্বামী। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন
প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন ইন্দ্রনীল মল্লিক ও সায়ন্তনী সেনগুপ্ত। এরপর থেকে বেশ সুখে-শান্তিতেই সংসার করছেন তারা। যদিও এর আগে ২০১৬ সালে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইন্দ্রনীল। কিন্তু সেই বিয়ে বেশিদিন টিকে উঠেনি।
সায়ন্তনীকে ‘অনুরাগের ছোঁয়া’, ‘ক্ষীরের পুতুল’,জয়ী’,‘বধূবরণ’,‘মিলন তিথি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে। আর ইন্দ্রনীলকে ‘ত্রিনয়নী’, ‘ধ্রুবতারা’, ‘রিমলি’র মতো ধারাবাহিকে দেখা গেছে। একাধিক ওয়েব সিরিজেও কাজ করেছেন এ অভিনেতা।
মন্তব্য করুন