দিনাজপুরের ঘোড়াঘাটে গোয়ালঘরের বেড়া ও তালা ভেঙে ৫ টি গরু চুরি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে গোয়ালঘর থেকে রাতের আঁধারে পিকআপ গাড়িতে করে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আজাবুদ্দিন। গত সোমবার রাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামের এক ব্যবসায়ীর ৫ টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গরুর মালিক উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামের মৃত সাবাতুল্লাহ’র ছেলে আজাবুদ্দিন। জানা যায়, তিনি একজন গরু ব্যবসায়ী তিনি বিভিন্ন এলাকা থেকে গরু ক্রয় করে বিভিন্ন হাটে বিক্রি করে ও বাড়িতে গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করেন। তিনি প্রতিদিনের ন্যায় গত সোমবার রাতে অনুমানিক সাড়ে ৯ টায় রাতের খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমায়।
গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৭ টায় ঘুম থেকে উঠে ঘরের বাইরে গিয়ে দেখতে পায় গরুর গোয়াল ঘরের দরজার তালা ভাঙা। গোয়াল ঘরের দরজা খুলে দেখতে পায় তার ৫ টি গরু দুর্বৃত্তরা রাতের কোন এক সময় গোয়াল ঘরের বেড়া ও তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে ৫ টি গরু চুরি করে নিয়ে যায়।
আরও পড়ুনএ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্তের জন্য অফিসার নিয়োগ করা হয়েছে এবং চুরি হওয়া গরু উদ্ধারের জন্য তৎপর রয়েছে।
মন্তব্য করুন