নাটোরে ভুয়া চিকিৎসক আটক
নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এমএ আলীম সজল নামে এক ভুয়া উচ্চতর ডিগ্রিধারী চিকিৎসককে আটক করা হয়েছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন। আটককৃত আলিম সজল নাটোর শহরতলীর বড় হরিশপুর এলাকার মৃত নবাব আলীর ছেলে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক এ তথ্য নিশ্চত করে জানান, এম এ আলীম সজল নামে একজন ডাক্তার দীর্ঘদিন ধরে ভুয়া উচ্চতর ডিগ্রি ব্যবহার করে বিভিন্ন জায়গায় চিকিৎসা প্রদান করে আসছিলেন।
বিষয়টি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর নজরে আসে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সজলকে আটক করা হয়।
আরও পড়ুনএসময় প্রয়োজনীয় সঠিক প্রমাণপত্র দেখাতে পারেননি তিনি। এবিষয়ে আটককৃত ভুয়া ডাক্তারকে জিজ্ঞাসাবাদ পূর্বক ক্লিনিক মালিকসহ ওই ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

_medium_1765733127.jpg)





