ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৫২ রাত

কুড়িগ্রামে নৈশপ্রহরীকে খুন করে ৩৪ লক্ষাধিক টাকা ডাকাতি

কুড়িগ্রামে নৈশপ্রহরীকে খুন করে ৩৪ লক্ষাধিক টাকা ডাকাতি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে নাইটগার্ডকে খুন করে ৩৪ লক্ষাধিক টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার রাজারহাট বাজারের পাশে চাকিরপশার তালুক শান্তিনগর গ্রামে আব্দুস সালামের ভাড়া বাসায় আবুল খায়ের টোবাকো (মেরিজ সিগারেট) জোনাল অফিসে ঘটনাটি ঘটে। তবে হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেফতার বা ডাকাতি হওয়া টাকা এখনও উদ্ধার হয়নি।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই অফিসে তপন চন্দ্র সরকার(৬০) নামে এক ব্যক্তি নাইটগার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন। গতকাল রোববার সকালে তপন সরকারকে মোবাইল ফোনে না পেয়ে তার ছেলে মানিক সরকার অফিসে এসে গেট খোলা দেখতে পান। পরে ভিতরে গিয়ে বাবার রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

এসময় তার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। কোম্পানীর ম্যানেজার আনোয়ার কামাল লিটন ঘটনাস্থলে এসে অফিস ডাকাতির বিষয়টি জানতে পারেন। গত শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তপন সরকারের মাথায় আঘাত করে হত্যা করে অফিসের লকারে রাখা ৩৪ লাখ ২০ হাজার টাকা নিয়ে সটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সিআইডির ফরেনসিক টিম এসে লাশের সুরতহাল রিপোর্টসহ খুনের আলামত সংগ্রহ করে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

কুড়িগ্রামের অতিরক্তি পুলিশ সুপার(কুড়িগ্রাম সার্কেল) মাসুদ রানা বলেন, যারা হত্যাকান্ড ঘটিয়েছে তারা পেশাদার খুনি। তারা সিসিটিভির সকল আলামত নষ্ট করেছে। বিষয়টি পুলিশ ও সিআইডি তদন্ত করছে। তবে দ্রুত এই হত্যার মোটিভ বের হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে নৈশপ্রহরীকে খুন করে ৩৪ লক্ষাধিক টাকা ডাকাতি

ওসমান হা‌দি‌কে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের স্ত্রী-শ্যালক গ্রেফতার

‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ বান্ধব, আতঙ্কের কিছু নেই’

বগুড়ায় গাঁজা ও মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বিভিষন সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে পুশইন

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩