ক্লাব বার্সাকে কিনতে চান সৌদি যুবরাজ!
স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে কিনতে আগ্রহ দেখাচ্ছেন। স্প্যানিশ টিভি শো এল চিরিঙ্গিতোর সাংবাদিক ফ্রাঁসোয়া গালার্দোর দাবি, বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন তিনি।
এই আগ্রহ সৌদি আরবের ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ কৌশলের সঙ্গেই মানানসই। সৌদি আরব সরাসরি বিনিয়োগ বা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে খেলাধুলায় বড় ভূমিকা নিতে চায়। এই পরিকল্পনার অংশ হিসেবেই বার্সেলোনায় নজর পড়েছে। গালার্দোর মতে, বার্সেলোনার ঋণের পরিমাণ এখন ২.৫ বিলিয়ন ইউরোর বেশি। এই ঋণ শোধ করা ক্লাবের জন্য কঠিন। এই বাস্তবতা মাথায় রেখেই ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব আসতে পারে। বাংলাদেশি অর্থে যা প্রায় দেড় লাখ কোটি টাকা। তাতে সৌদি যুবরাজ পুরো ক্লাবের নিয়ন্ত্রণ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে বাস্তবে এমন চুক্তি হওয়া খুব কঠিন। কারণ বার্সেলোনা সদস্যদের মালিকানাধীন একটি ক্লাব। এখানে সিদ্ধান্ত নেয় ‘সোশিও’রা। তারা কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে ক্লাব তুলে দিতে রাজি হবেন না। গালার্দো নিজেও এই বিষয়টি স্পষ্ট করেছেন। তাত্ত্বিকভাবে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড চাইলে বার্সেলোনার বিনোদন বিভাগে বিনিয়োগ করতে পারে। কিন্তু তাতে ক্লাবের দৈনন্দিন ফুটবল পরিচালনার নিয়ন্ত্রণ পাওয়া যাবে না। এই বিনিয়োগে মালিকানা বদল হবে না।
আরও পড়ুনএকই ধরনের চিন্তা নাকি রিয়াল মাদ্রিদও করছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বিনোদন বিভাগ আলাদা করে সেখানে বিনিয়োগ নেওয়ার বিষয়টি ভেবে দেখছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন









