ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৯ দুপুর

বাংলাদেশি সাত ক্রিকেটারের আইপিএলে দল পাওয়া নিয়ে শঙ্কা 

বাংলাদেশি সাত ক্রিকেটারের আইপিএলে দল পাওয়া নিয়ে শঙ্কা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের আইপিএল’র মিনি নিলাম বসছে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে। নিলামের ঠিক আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ থাকায় ক্রিকেটারদের পুরো আইপিএল মৌসুমে পাওয়া নাও যেতে পারে। পুরো মৌসুমের জন্য খেলোয়াড়দের না পেলে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের নিতে আগ্রহী হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে।

তবে এই শঙ্কা দূর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের আইপিএলে অংশ নেয়ার জন্য এনওসি (অনাপত্তি পত্র) দেয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে তারা। বিসিবি’র ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন রোববার (১৪ ডিসেম্বর) ক্রিকবাজকে নিশ্চিত করেছেন, তারা চান ক্রিকেটাররা যেন আইপিএল খেলার সর্বোচ্চ সুযোগ পান। তিনি বলেন, আমরা চাই আমাদের খেলোয়াড়রা যতটা সম্ভব আইপিএল খেলুক। তাই মৌসুমের বেশিরভাগ সময়ের জন্যই তাদের এনওসি দেয়া হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য কেবল ন্যূনতম প্রয়োজন অনুযায়ী খেলোয়াড়দের ডাকা হবে।

এবারের নিলাম তালিকায় বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটারের নাম রয়েছে। তাদের ভিত্তিমূল্য ৩০ লাখ থেকে শুরু করে ২ কোটি রুপি পর্যন্ত। তবে এই তালিকায় দলগুলোর নজরে পড়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কেবল মুস্তাফিজুর রহমানের। সাকিব আল হাসানের পর আইপিএলে সবচেয়ে বেশি খেলা বাংলাদেশি ক্রিকেটার তিনিই।

মুস্তাফিজ এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। গত আসরে তিনি বদলি ক্রিকেটার হিসেবে দিল্লিতে ছিলেন। সম্প্রতি তিনি একই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন। বাঁহাতি এই পেসার ছাড়াও নিলামে আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। তাদের কারোরই আইপিএলে খেলার পূর্ব অভিজ্ঞতা না থাকায় তাদের দল পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

আরও পড়ুন

এদিকে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আবুধাবির ডব্লিউ হোটেলে অনুষ্ঠিত প্রি-অকশন বৈঠকে বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিস্তারিত জানিয়েছে বিসিসিআই। যদিও তাদের নিলাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রচলিত নিয়মই পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিলামে কোনো খেলোয়াড়ের সম্ভাব্য অনুপস্থিতি বিবেচনা করা হবে না। ধরে নেয়া হবে তিনি শতভাগ সময়ের জন্য উপলব্ধ এবং সেই অনুযায়ী পুরো লিগ ফি বেতন ক্যাপ থেকে কেটে নেয়া হবে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশল নির্ধারণের সুবিধার্থে, আইপিএল ২০২৬ মৌসুমে সংশ্লিষ্ট খেলোয়াড়দের সম্ভাব্য প্রাপ্যতা বিসিসিআই জানিয়ে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি সাত ক্রিকেটারের আইপিএলে দল পাওয়া নিয়ে শঙ্কা 

ওসমান হাদীকে গুলির ঘটনার মামলা ডিবিতে হস্তান্তর

চিলির নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থী কাস্ত

ইউক্রেনের আরেকটি অঞ্চল দখলে নিলো রাশিয়া

মাঠে রোনালদোর উপস্থিতি শুধু গোলের মধ্যেই সীমাবদ্ধ নয় : মার্টিনেজ

হামাসের অস্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত : হামাস প্রধান