খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনার রূপসা সেতুর পূর্বপারের টোল প্লজার কাছে সাগর শেখ (৩০) নামের এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার রাত সাড়ে দশটার দিকে এই হত্যার ঘটনা ঘটে।
রূপসা থানা পুলিশ জানায়, রাত সাড়ে দশটার দিকে মটরসাইকেল আরোহী কয়েক যুবক সাগরকে বাড়ি থেকে ডেকে এনে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে মহাড়সড়কের ওপর মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ সাগর মহাসড়কের উপর লুটিয়ে পড়ে। পরে পথচারীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভগে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুননিহত সাগর গোপালগঞ্জের দত্তপাড়ার বাসিন্দা। তিনি নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। খুলনার রূপসার জাবুসা গ্রামের গ্রীনবাংলা হাউজিং এ বড় ভাইয়ের সাথে পরিবার নিয়ে বসবাস করত। তিনি পেশায় ক্ষদ্রু কাপড় ব্যবসায়ী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1765733127.jpg)





