ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

৬ মাস সময় অতিবাহিত করেছেন, এখন নির্বাচন দিন : বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম

৬ মাস সময় অতিবাহিত করেছেন, এখন নির্বাচন দিন : বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের উদ্দ্যেশে বলেছেন, অনেক সময় নষ্ট করেছেন, ৬ মাস সময় অতিবাহিত করেছেন, কী করবেন আর করবেন না এই সিদ্ধান্ত  নিতে পারেন নি। তাই আপনাকে দিয়ে আর কিছু সম্ভব নয়। নির্বাচন দিন।

মানুষের ভোটের অধিকার ফিরে দেন, নির্বাচন কমিশনকে প্রস্তুত করেন। কালো টাকার মালিকেরা যাতে নির্বাচনে আসবে না পারে সেই ব্যবস্থা করেন। তিনি বলেন, আপনাকে ব্যর্থ হতে দিবনা। আপনি দ্রুত নির্বাচন দিয়ে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেন। আওয়ামী লীগ সরকার নির্বাচিত সরকার ছিলোনা। আওয়ামী লীগ ছিলো ভারতের নির্বাচিত সরকার। তিনি আরও বলেন, কি দরকার ছিলো ট্যাক্স বাড়ানোর, ট্যাক্স বাড়িয়ে মানুষের কষ্ট আর বাড়াবেন না।

তিনি আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিসহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে, দ্রুত গনতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবিতে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি রাজশাহী বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবাইদুর রহমান চন্দন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম,সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজ, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, একেএম আহসানুল তৈয়ব জাকির, শহর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, তৈহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, এনামুল হক শাহিন, ভিপি সহিদুল ইসলাম বাবলু, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার প্রমুখ।

আরও পড়ুন

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা ড্যাবের সভাপতি ডা. শাহ মো. শাজাহান আলী, বগুড়ার পিপি এড. সাইফুল ইসলাম,এড. আব্দুল বাসেত, বগুড়া বারের সভাপতি এড. আতাউর রহমান খান মুক্তা, জিপি এড. শফিকুল ইসলাম, এড. মোজাম্মেল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, নিহার সুলতানা তিথি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুভ, ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।
জনসভায় মোহাম্মাদ আব্দুস সালাম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান সংস্কারের রুপ রেখা দিয়েছেন, ৩১ দফা পালন করলেই কেউ স্বেচ্ছাচার হতে পারবে না। রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্যেশ্য করে বলেন আপনার চ্যাপ্টার বন্ধ করে নির্বাচনের চ্যাপ্টার খোলেন। তিনি বলেন, এখনো বাজার দর কমেনি। আওয়ামী লীগের করা সিন্ডিকেট ভাঙতে পারেননি। গণহত্যাকারিদের বিচার এখনো শুরু হয়নি।

এখন আপনাদের বিদায়ের সময় হয়ে গেছে। বিএনপির কয়েকশ নেতাকর্মীকে খুঁজে পাওয়া যায়নি। বিএনপির নেতাকর্মীদের ব্যবসা কেড়ে নেওয়া হয়েছে,তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বলেন,শেখ হাসিনা দেশের অর্থনীতি শেষ করে দিয়েছে। দেশের রাজনীতি শেষ করে দিয়েছে। তিনি বলেন গত ৫ আগস্টের পর তারেক রহমান পুলিশ বাহিনীকে সহায়তা করার কথা বলেছেন, থানা পাহারা দিয়েছে ছাত্রদল যুবদলের কর্মীরা। তিনি বলেন, মহান স্বাধীনতার যুদ্ধের সময় শেখ মুজিব পাকিস্তানে গিয়েছিলেন, আর জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে যুদ্ধ করেছেন। তিনি বলেন বিএনপি দেশের মানুষের রাজনীতি করে।

আর আওয়ামী লীগ ভারতের রাজনীতি করে। ভারত বাংলাদেশের সাথে বন্ধু সুলভ আচরণ করছে না। ভারতকে বন্ধু সুলভ আচরণ করতে হবে। বড় ভাইয়ের মত নয়। হাসিনাকে রক্ষার জন্য নতুন করে কোন ষড়যন্ত্র করবেন না। তিনি বলেন, তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। শহীদ জিয়া এবং খালেদা জিয়ার মতই তিনিও বাংলাদেশের জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। তিনি সকল দলাদলি ভেদাভেদ ভুলে বগুড়ার ৭টি আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার জন্য কাজ করার নির্দেশ দেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচে ফেলে যাওয়া মাংস দেখতে উৎসুক জনতার ভিড়

পাবনার সাঁথিয়ায় বাঙ্গি চাষে সাফল্য দেখছেন কৃষকরা

জুলাইয়ের নতুন সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

রাতে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

চাঁপাইনবাবগঞ্জ শহরে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরে পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার