ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, প্রতীকী ছবি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে অভিনব কৌশলে মাদক পরিবহনকালে ৩০৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মো. উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার দুপুরে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ৩টি মোবাইল ফোন ও ৫ হাজার ১১০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো- রাজশাহী জেলা সদরের ৯নং ওয়ার্ড পরমন্দপুর গ্রামের মো. উজ্জ্বল আলীর ছেলে মো. সিহাব আলী (৩০) ও ৩নং ওয়ার্ড মাদারপুর গ্রামের মৃত বাদশা আলীর মেয়ে মোছা. সেলিনা বেগম (৩৫)।

আরও পড়ুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা র‌্যাবকে জানায়, দীর্ঘদিন যাবৎ তারা লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল ফ্রান্স

স্কুলে মোদির শৈশব নিয়ে নির্মিত চলচ্চিত্র দেখানোর নির্দেশ

আমার বিরুদ্ধে অবস্থান নেওয়া টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল হতে পারে

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের হাতে আটক ৮ বাংলাদেশি

ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

দেশের সব বিভাগে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস