ফার্মগেটের দুর্ঘটনায় মর্মাহত সাদিয়া আয়মান
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।
আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন আবুল কালাম নামে এক যুবক। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ উপর থেকে ভারী বিয়ারিং প্যাড তার মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের সঙ্গে থাকা পাসপোর্টে তার নাম ও ঠিকানা পাওয়া গেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফেসবুক ও এক্স (টুইটার) এ ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলো নেটিজেনদের নাড়িয়ে দিয়েছে। দেশের নানা শ্রেণিপেশার মানুষ যেমন শোক জানিয়েছেন, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও ঘটনাটিতে মর্মাহত।
আরও পড়ুনজনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ফেসবুকে সংবাদটির একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন- ‘ফেসবুকে ঢুকেই এমন একটা নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেলো। সত্যিই, জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তাঁর হেফাজতে রাখুন। আমিন।’ অভিনেত্রীর এই আবেগঘন বার্তাটি নেটিজেনদের মনেও নাড়া দিয়েছে। অনেকেই মন্তব্যে জানিয়েছেন, ‘এই শহরে এখন ফুটপাতও নিরাপদ নয়।
উল্লেখ্য, মেট্রোরেলের পিলারে স্থাপিত বিয়ারিং প্যাড প্রতিটি প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি ওজনের রাবারের যন্ত্রাংশ। এগুলো ট্রেন চলাচলের সময় কম্পন শোষণ ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর একই ধরনের একটি প্যাড খুলে পড়ার ঘটনায় ১১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।
মন্তব্য করুন



_medium_1761405935.jpg)
_medium_1761401797.jpg)
_medium_1761399422.jpg)
_medium_1761399138.jpg)

_medium_1761477867.jpg)

