পারমাণবিক শক্তিচালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চাললো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক শক্তিচালিত নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটির নাম ‘বুরেভেস্তনিক’। রোববার (২৬ অক্টোবর) রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করেন।
পুতিনকে জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার (৮ হাজার ৭০০ মাইল) দূরত্ব অতিক্রম করেছে এবং প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে ছিল। রাশিয়া কয়েক বছর ধরেই এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে বলে শোনা যাচ্ছে। বুরভেস্টনিক ক্ষেপণাস্ত্র শুধু পরমাণু অস্ত্র বহনে সক্ষম নয়, বরং এটি নিজেই পারমাণবিক শক্তিধর। সামুদ্রিক পাখির মতো খুব নিচ দিয়েও উড়ে যেতে সক্ষম।
পুতিনের দাবি, ‘বুরেভেস্টনিক’ এমন এক ক্ষেপণাস্ত্র যার সমকক্ষ কেউ নেই। প্রায় সীমাহীন পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি যেকোনো ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করতে পারে। পুতিন জানান, কিছু রাশিয়ান বিশেষজ্ঞ তাকে একবার বলেছিলেন যে, এই অস্ত্রটি কখনও সম্ভব হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এখন এর ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ সম্পন্ন হয়েছে। পুতিন রুশ সামরিক বাহিনীর প্রধানকে বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রটি মোতায়েনের জন্য অবকাঠামো প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর কাছে এই ক্ষেপণাস্ত্রটি অবশ্য ‘স্কাই ফল’ নামে পরিচিত। অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্যানুসারে, ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের ১৩টি পরীক্ষা চালিয়েছিল এবং সেই পরীক্ষার সবই ব্যর্থ হয়েছিল। খবর : রয়টার্স।
মন্তব্য করুন










