‘প্রিয়জন’-এর সহ-সভাপতি স্নিগ্ধা শ্রাবণ, করছেন নতুন ধারাবাহিক
অভি মঈনুদ্দীন ঃ ভৈরবের মেয়ে স্নিগ্ধা শ্রাবণ। একসময় মঞ্চেই নিয়মিত অভিনয় করতেন। পরবর্তীতে টিভি নাটকে অভিনয় শুরু করেন। টিভি নাটকে তার পথচলা এক দশকেরও বেশি সময়। এক দশকে তিনি অনেক গুনী নাট্যনির্মাতাদের নাটকে অভিনয় করেছেন। মাঝে মাঝে সমাজ সচেতনতা মূলক কাহিনীচিত্রেও অভিনয় করেছেন। অনেকটাই শখের বশে অভিনয়ে আসা। যদিও বা এখনো পুরোপুরি পেশা হিসেবে অভিনয়কে নিতে পারেননি। আবার অভিনয় থেকে দূরে থাকতেও ভালোলাগে না।
কয়েক বছর আগে বাবা মারা যাওয়ায় পরিবারের দায়িত্ব পুরোটাই তার কাঁধে। জীবন যুদ্ধে একজন সংগ্রামী মানুষ স্নিগ্ধা। মা, ছোট ভাই আর ছোট বোনের জন্য নিজের জীবনটা বলা যায় এক প্রকার উৎসর্গই করেছেন তিনি। ভাবনা শুধু তাদের নিয়েই, কেমন করে , কী করলে তারা ভালো থাকবেন। আর মাঝে মাঝে নাটকে অভিনয় করেন। শুধু যে টিভি নাটকে অভিনয় করেন এখন স্নিগ্ধা এমনটি নয়। মঞ্চ নাটকেও অভিনয় করেন তিনি। নাট্যদল ‘থিয়েটার’র সাথে যুক্ত আছেন বেশ কয়েকবছর হলো।
এরইমধ্যে স্নিগ্ধা শ্রাবণ তরুণ অভিনয় শিল্পীদের সংগঠন ‘প্রিয়জন’এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৮)-এর সহ-সভাপতি হয়েছেন। তার সঙ্গে আরো কয়েকজন সহ-সভাপতি হিসেবে আছেন। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। এদিকে এরইমধ্যে অরন্য আনোয়ারের নতুন ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’-এ অভিনয় করছেন। এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্নিগ্ধা শ্রাবণ। ‘প্রিয়জন’-এর সহ-সভাপতি, নতুন ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গ স্নিগ্ধা শ্রাবণ বলেন,‘ প্রিয়জন’-এর সাথে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাকে সহ- সভাপতি হিসেবে দায়িত্ব দেয়ায় ভীষণ সম্মানীত বোধ করছি। আমি যেন তিনটি বছর যথাযথভাবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি সেই চেষ্টাই থাকবে আমার। আর অরন্য ভাইয়ের নতুন ধারাবাহিক নাটক নোয়াখালী এক্সপ্রেস-এ অভিনয় করে ভীষণ ভালোলাগছে আমার। কারণ আমার চরিত্রটি বেশ মজার। নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে আশা করছি।’
আরও পড়ুনস্নিগ্ধা দৃষ্টিপাত নাট্য সংসদের হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। দলের প্রযোজনায় ‘নাগর আলীর কিচ্ছা’ ও ‘কয়লা রঙ্গের চাদর’ নাটক দুটিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। দুটি নাটকই রচনা ও নির্দেশনায় ছিলেন ম আ সালাম। এর বাইরে স্নিগ্ধা প্রাবণ পথ নাটক ‘জোড়াতালি’তেও অভিনয় করেন। এটি রচনা করেছেন ম আ সালাম এবং নির্দেশনা দেন কাজী আনিস। মঞ্চ নাটকে অভিনয়ের সুবাদেই স্নিগ্ধা শ্রাবণ কাজ করার সুযোগ পান জুয়েল মাহমুদের ধারাবাহিক নাটক ‘আকাশ মেঘে ঢাকা’ এবং ‘বধূ কেন মন বুঝেনা’ নাটকে।
এস এ হক অলিক পরিচালিত ‘হরেক রকম প্রেম’ ও রাকেশ বসু পরিচালিত ‘এ বাড়ি ও বাড়ি’ নাটক দুটিও স্নিগ্ধা শ্রাবণ অভিনীত দর্শকপ্রিয় নাটক। স্নিগ্ধা স্বপ্ন দেখেন একটি ভালো গল্পের সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার।
মন্তব্য করুন

_medium_1761399422.jpg)
_medium_1761399138.jpg)







