ভিডিও শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

মোহাম্মদ আলী খানের ‘আনন্দ মেলা’য় মুগ্ধতা ছড়ালেন আসিফ, আনিসা

মোহাম্মদ আলী খান ও আসিফ

অভি মঈনুদ্দীন ঃ ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসে মোহাম্মদ আলী খানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ননপ্রফিটেবল অরগানাইজেশন ‘আনন্দ মেলা’। এই ‘আনন্দ মেলা’ বিগত আট বছরে বাংলাদেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সমাজের মানুষের বিপদে আপদে পাশে থেকেছে।

মোহাম্মদ আলী খান জানান মূলত, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের বাংলাদেশ ও বাংলা ভাষার সঙ্গে সম্পৃক্ত থাকার লক্ষ্যেই এই ‘আনন্দ মেলা’ গঠন করা হয়েছে। মোহাম্মদ আলী খানই ‘আনন্দ মেলা’র প্রতিষ্ঠাতা ও সিইও। বেশ কয়েকবছর ধরে ‘আনন্দ মেলা’ থেকে সম্মানা অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। এদিকে কিছুদিনর আগেই বাংলা গানের যুবরাজ’খ্যাত সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আতিয়া আনিসা যুক্তরাষ্ট্রে গিয়েছেন পরপর টানা কয়েকটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করার জন্য।

সেই ধারাবাহিকতায় এরইমধ্যে ‘আনন্দ মেলা’র উদ্যোগে মূলত ‘আসিফ আকবর মিউজিক্যাল নাইট ২০২৫’এর আয়োজন করা হয়। লসঅ্যাঞ্জেলসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গে যথারীতি ছিলেন আতিয়া আনিসা।

অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ আলী খান বলেন,‘ এবারই প্রথম আনন্দ মেলার আয়োজনে আসিফ আকবর সঙ্গীত পরিবেশন করেছেন। আমরা সবসময়ই আনন্দ মেলার আয়োজনে অনেক বড় পরিসরে আয়োজন করে থাকি। যেখানে বাংলাদেশ থেকে অনেক শিল্পীই অংশগ্রহন করে থাকেন। আমাদের লক্ষ্য মূলত একটাই, তা হলো আমাদের পরবর্তী প্রজন্ম যেন বাংলাদেশ, বাংলা ভাষার সাথে সম্পৃক্ত থাকে। আর যেহেতু যুক্তরাষ্ট্র সফরে এসেছেন আসিফ আকবর। শুধু তার কারণেই তাকে বিশেষ সম্মান জানিয়ে আমরা আসিফ আকবর মিউজিক্যাল নাইট ২০২৫- করেছি। অল্প সময়ের মধ্যেই এই আয়োজন ছিলো শতভাগ সফল। যারা অনুষ্ঠানে এসেছিলেন তারা সবাই প্রবল আগ্রহ নিয়ে আসিফ আকবরের গান উপভোগ করেছেন। সেই সাথে আনিসার কন্ঠের গানও। দু’জনের কন্ঠে কিছু দ্বৈত গানও শ্রোতা দর্শকের মন ছুঁয়ে গেছে। অনুষ্ঠানে যারা এসেছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

আরও পড়ুন

আসিফ আকবর বলেন,‘ এই আয়োজনে আমাকে যুগের সেরা শিল্পী হিসেবে আনন্দ মেলার পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আলী ভাইয়ের প্রতি। সেইসাথে যারা আনন্দ মেলার আয়োজনে আসিফ আকবর মিউজিক্যাল নাইট ২০২৫ সফল করতে এসেছিলেন তাদের প্রতিও রইলো ভালোবাসা। আর আতিয়া আমাদের এই প্রজন্মের শিল্পীদের মধ্যে মেধাবী একজন শিল্পী। তাকে আমাদেরই যত্ন নিতে হবে। লসঅ্যাঞ্জেলসে আতিয়া তার সেরা পারফর্ম্যান্সটাই উপহার দিয়েছে। সবাই তার গানেও মুগ্ধ হয়েছেন। ’

আতিয়া আনিসা বলেন,‘ জীবনের প্রথম যুক্তরাষ্ট্র সফর নানান কারণে অনেক অর্থবহ হয়ে উঠছে। আনন্দ মেলার পক্ষ থেকে আমাকে ২০২৫-এর বেস্ট সিঙ্গার হিসেবে সম্মাননা প্রদান করা হয়। আর পুরো আয়োজনও ছিলো ভীষণ পরিপাটি এবং গানে গানে উচ্ছ্বাসে ভরপুর। কৃতজ্ঞতা আসিফ আকবর ভাই, আলী ভাই’সহ আনন্দ মেলার সাথে সম্পৃক্ত সবার প্রতি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদ আলী খানের ‘আনন্দ মেলা’য় মুগ্ধতা ছড়ালেন আসিফ, আনিসা

চলচ্চিত্র সাংবাদিকতার ৭৫ বছর: সিনেমা সম্পাদক ফজলুল হক-এর প্রয়াণ দিবস আজ

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সালমান শাহ হত্যা মামলা আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠালো পুলিশ

সেই এসআইকে কালাই থানা থেকে প্রত্যাহার

ওয়ানডেতে কোহলির নতুন ইতিহাস