চলচ্চিত্র সাংবাদিকতার ৭৫ বছর: সিনেমা সম্পাদক ফজলুল হক-এর প্রয়াণ দিবস আজ
আজ (২৬ অক্টোবর) ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক স্মরণে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ২০০৪ সাল থেকে প্রবর্তন করেন এ পুরস্কার। এ বছর চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন রায়হান রাফী এবং চলচ্চিত্র সাংবাদিকতায় আলিমুজ্জামান।
সিনেমা সম্পাদক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র নির্মাতা ফজলুল হক-এর আজ প্রয়াণ দিবস। সেই সাথে চলচ্চিত্র সাংবাদিকতার ৭৫ বছর। ১৯৫০ সালে ফজলুল হক সম্পাদিত সিনেমা পত্রিকার যাত্রা শুরু হয়। বগুড়া থেকে প্রকাশিত হয় পত্রিকাটি। এটিই দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা। সিনেমা পত্রিকাই দেশের প্রথম চলচ্চিত্র সাংবাদিকতার দ্বার উন্মোচন করে। শুধু সাংবাদিকতাই নয় তিনি দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘সান অব পাকিস্তান’ (প্রেসিডেন্ট) নির্মাণ করেন। তারপরে রূপবান চলচ্চিত্রটি শুরুও করেছিলেন কিন্তু কোনো এক কারণে তিনি চলচ্চিত্রটি করতে পারেননি। তারপর তিনি আযান চলচ্চিত্র নির্মাণ করেন পরে সেটি ‘উত্তরণ’ নামে মুক্তি পায়। ফজলুল হক ১৯৩০ সালের ২৬ মে জন্মগ্রহণ করেন। ইহলোক ত্যাগ করেন ১৯৯০ সালের ২৬ অক্টোবর। আজ চ্যানেল আই প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
আরও পড়ুনমন্তব্য করুন










