ভিডিও শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

‘সালমান-আরবাজ পরস্পরকে ঘৃণা করে’

‘সালমান-আরবাজ পরস্পরকে ঘৃণা করে’, ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। তার ভাই আরবাজ খানও একজন অভিনেতা ও প্রযোজক। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠান ও খান পরিবারের পারিবারিক অনুষ্ঠানে ভাইয়ের সঙ্গে সালমানের দারুণ সম্পর্ক দর্শকদের দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু হঠাৎ ভিন্ন বার্তা দিলেন ‘দাবাং’ সিনেমার পরিচালক অভিনব কাশ্যপ।

বলিউডের সুপারহিট সিনেমা ‘দাবাং’ ২০১০ সালে মুক্তি পায়। এ সিনেমায় সালমান-আরবাজ দুজনেই অভিনয় করেন। সিনেমাটির শুটিং সেটে দুই ভাইয়ের নানা ঘটনা শেয়ার করেছেন পরিচালক অভিনব কাশ্যপ।  বলিউড থিকানাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ বলেন, “একবার রাত ১টা ৩০ মিনিটের দিকে সালমান আমার ঘরে আসে। সে দেখল আরবাজের একটি চেজ সিকুয়েন্স আছে, আর সেটা পুরোপুরি কেটে দিলো। সালমান অনিরাপদ বোধ করেছিল। পর্দায় ও নিজেকে বেশি দেখাতে চেয়েছিল।” আরবাজ-সালমান খানের ব্যক্তিগত সম্পর্ক বাইরে থেকে যেমনটা দেখা যায়, আসলে সম্পর্কটা মোটেও তেমন নয়। অভিনবর দাবি—“এই দুই ভাই একে-অপরকে ঘৃণা করে। কিন্তু কেন যে একসঙ্গে থাকে, তা বুঝি না।”

‘দাবাং’ সিনেমার শুটিং সেটে সালমান ও আরবাজের প্রচণ্ড ঝগড়া হয়েছিল। এ তথ্য উল্লেখ করে অভিনব কাশ্যপ বলেন, “একবার সালমান খান তার ভাই আরবাজের দিকে বাসনপত্র ছুড়ে মেরেছিল, আমি ভয়ে পেয়ে ছিলাম। আমি থামাতে গিয়েছিলাম। কিন্তু সালমান বলল, ‘তুমি এখানে নেই,’ আমাকে দূরে থাকতে বলল।”

আরবাজ খান ব্যক্তিগত জীবনে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে ঘর বেঁধেছিলেন। যদিও এ সংসার ভেঙে গেছে। ‘দাবাং’ সিনেমা নির্মাণের সময়ে স্বামী-স্ত্রী ছিলেন তারা। এ সিনেমার তুমুল জনপ্রিয় ‘মুন্নি বদনাম’ গানে পারফর্ম করে তাক লাগিয়ে দেন মালাইকা। 

‘মুন্নি বদনাম’ গানে মালাইকাকে কাস্ট করার বিষয় নিয়ে আরবাজের সঙ্গে পরিচালকের জটিলতা তৈরি হয়েছিল। অভিনব জানান, আইকনিক গান ‘মুন্নি বদনাম’-এ মালাইকা অরোরাকে নেওয়া নিয়ে আপত্তি জানান আরবাজ। কারণ গানটি ‘অশ্লীল’ হবে বলে তার ভাবনা ছিল। কিন্তু পরিচালক নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।  

আরও পড়ুন

এ বিষয়ে অভিনব কাশ্যপ বলেন, “মালাইকা আগেও আইটেম নাম্বারে জনপ্রিয় ছিলেন, যেমন ছিলেন হেলেন।”

এখানেই শেষ নয়, সালমান খানের বিরুদ্ধে অপহরণের অভিযোগও করেছেন পরিচালক অভিনব কাশ্যপ। তার ভাষায়, “সালমান ‘দাবাং’ সিনেমার এডিটরকে তার ফার্মহাউজে আটকে রেখেছিলেন এবং দুই দিন আমার কাছ থেকে তাকে দূরে রেখেছিলেন।”

অভিনব কাশ্যপের এসব অভিযোগ-মন্তব্য নিয়ে বলিপাড়ায় কানাকানি চলছে। এ নিয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি সালমান কিংবা আরবাজ। তবে বিগ বসের মঞ্চে ইঙ্গিতপূর্ণভাবে সালমান খান বলেন, “এমন কিছু মানুষ আছে, যারা কাজ না থাকায় পডকাস্টে বসে মিথ্যা গল্প বানায়। সময় নষ্ট না করে কাজের দিকে মন দাও। কাজের চেয়ে ভালো কিছু নেই। জীবনে যা-ই ঘটুক না কেন, উঠো, গোসল করো, আর কাজে চলে যাও।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সালমান-আরবাজ পরস্পরকে ঘৃণা করে’

জোড়া গোলে আরেকটি রেকর্ড মেসির, জিতল মিয়ামি

থাইল্যান্ডের রাজমাতা সিরিকিত মারা গেছেন

শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: প্রধান উপদেষ্টা

সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ঘোষণা জামায়াত আমিরের

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শুরু