থাইল্যান্ডের রাজমাতা সিরিকিত মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজমাতা সিরিকিত মারা গেছেন। দেশটির বর্তমান রাজা মহা ভাজিরালংকর্নের মা ছিলেন তিনি। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটের দিকে ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর আলজাজিরা।
বিভিন্ন রোগ নিয়ে ২০১৯ সাল থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে এক ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। তাকে শেষ বিদায় জানাতে চলছে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের প্রস্তুতি। সাধারণ মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তার মরদেহ রাখা হবে ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের ডুসিট থ্রোন হলে। তার সম্মানে এক বছরের শোক পালন করবে থাই রাজপরিবার।
ছয় দশকের বেশি সময় সাবেক থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজের সঙ্গে বিবাহিত জীবন কাটান সিরিকিত। তরুণ বয়সে ফ্যাশন আইকন হিসেবে দেখা হতো এই সাবেক থাই রানীকে। গ্রামীণ দরিদ্রদের সহায়তা, ঐতিহ্যবাহী হস্তশিল্প সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার রাজপ্রকল্পগুলো পরিচালনার তত্ত্বাবধানও করতেন তিনি। রাজমাতা সিরিকিতকে থাই জনগণ দেখতেন একজন মাতৃসুলভ ব্যক্তিত্ব হিসেবে।
আরও পড়ুনমন্তব্য করুন


_medium_1761300200.jpg)

_medium_1761288803.jpg)

_medium_1761287052.jpg)


