বগুড়ায় সোনালী অতীত ফুটবল ক্লাব ঢাকা ও বগুড়ার খেলায় কেউ জেতেনি, ফুটবলের জয় : মাঠ ভরা দর্শক
স্পোর্টস রিপোর্টার: বগুড়ায় ফুটবলের সোনালী দিনের একঝাক ফুটবলারের মিলন মেলা হয়ে গেল। ঢাকার মাঠ কাঁপানো এক সময়ের সেরা ফুটবলার আসলাম, কানন, আরমান, বুলবুলরা আজ শুক্রবার (২৪ অক্টোবর) বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে প্রীতি ফুটবল খেলায় মেতে উঠেছিলো।
স্বাগতিক বগুড়ার সোনালী অতীতের মোকাবেলা করতে ঢাকা থেকে আসেন সোনালী অতীত ফুটবল দল। তীব্র প্রতিদ্বন্দিতা মূলক খেলা উপভোগ করেন বগুড়ার কয়েক হাজার দর্শক। এক সময়ের সেরা সেরা তারাকা ফুটবলাদের দেখার জন্য দূর দুরান্ত থেকে আসেন দর্শক। খেলায় কোন দল হারেনি; জয় হয়েছে ফুটবলের।
শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে তীব্র প্রতিদ্ব›িন্দ্বতা মূলক খেলার প্রথমার্ধ গোল শূণ্য ভাবে শেষ হলে। উভয় দলের খেলোয়াড়েরা নিজ নিজ দলের পক্ষে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। তবে খেলার। তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে এগিয়ে গেলেও কোন দলই অতিরিক্ত ঝুকি নিয়ে কার্ড দেখতে চাননি। খেলা শেষে সোনালী অতীত ফুটবল ক্লাব বগুড়ার সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের ব্যান্ড অ্যাম্বেসেডর মো. সাজ্জাদ হোসেনম সাবেকক জাতীয় ফুটবলার মোস্তাকিম ওয়াজেদ।
আরও পড়ুনঅন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী অতীত ফুটবল ক্লাব বগুড়ার সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার চন্দন, প্রীতি ম্যাচ কমিটির আহবায়ক সালেহ আব্দুর রহমান শপথ, ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. মোস্তফা কামাল ডন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, নূরুল হুদা তিলক, সাবেক ফুটবলার ইসমাইল, মুন, শাহী, সহিদুল ইসলাম স্বপন, শফিকুল ইসলাম বাবু, জুয়েল প্রমুখ।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকা দলের পক্ষে খেলেছেন,আসলাম, আরমান, নকিব, হিরো, শামীম, নাজিম, অপু, রিপন, অরুপ, ফয়সাল, সেলিম, কানন, আনোয়ার। বগুড়া দলের হয়ে খেলেছেন, মাসুদ রানা, সোহেল, কামরুল, মিঠু, বাহারনূর,ডন, বুলবুল, রুকু, সূমি, রানা, রোকন।
মন্তব্য করুন










