ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জে ভিক্ষুকের বস্তায় দুই লাখ টাকা

সিরাজগঞ্জে ভিক্ষুকের বস্তায় দুই লাখ টাকা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সালেহা পাগলি নামে এক ভিক্ষুকের কাছ থেকে জমানো দুই বস্তা টাকা উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার মাসুমপুর মহল্লার পাইওনিয়ার কেজি অ্যান্ড হাইস্কুলের পেছনে অসুস্থ অবস্থায় মাটিতে পরে ছিলেন ওই ভিক্ষুক। পরে স্থানীয়রা তার বস্তা থেকে টাকাগুলো উদ্ধার করেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তার একমাত্র মেয়ে শাপলা খাতুন বলেন, মা আমাদের সাথে থাকতো না, একাই থাকতো। তার থাকার জায়গা থেকে অনেক টাকা পাওয়া গেছে। এখন মায়ের কাছে আছি। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে। মেয়ে জামাই রিকশাচালক শহিদুল ইসলাম বলেন, শাশুড়ি অসুস্থ ছিলেন। বলেছিলাম, আপনাকে চিকিৎসা করাবো, কিন্তু তার কাছে কত টাকা আছে, সেটা বলতে চাইতো না। গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী তার বারান্দার নিচে থেকে টাকাগুলো উদ্ধার করেছে।

টাকা গণনায় অংশ নেওয়া রাশেদুল ইসলাম বলেন, প্রায় ৬৫ বছর বয়সী সালেহা বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে কওমি জুটমিলের পরিত্যক্ত বিল্ডিংয়ের বারান্দায় থাকেন। দুই মাস ধরে তিনি অসুস্থ। ধারণা ছিল, তার কাছে কিছু টাকা আছে। পরে এলাকাবাসী গিয়ে দুই বস্তা টাকা পায়। অনেক টাকা নষ্ট হয়ে গেছে। এই টাকা তার চিকিৎসায় ব্যয় করা হবে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার আহমেদ শিপু বলেন, সালেহা নামের ভিক্ষুক দীর্ঘদিন ধরে টাকাগুলো জমিয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ। দুই বস্তা টাকা উদ্ধারের পর এলাকাবাসী জনসম্মুখে গণনা করেন। টাকাগুলো তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসী। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa