ভিডিও শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

নিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ রাত

নওগাঁর বদলগাছীতে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পাওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা

নওগাঁর বদলগাছীতে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পাওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছিতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে বিদেশে চাকরি প্রত্যাশী পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ভোলার পালশা গ্রামে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে থাকেন ফিরোজ হোসেন। প্রায় ৫ মাস আগে পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার এলাকার ৫/৬ জনকে মালদ্বীপে নিয়ে যায় ফিরোজ ও রনী নামে দুইজন। কিন্তু সেখানে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতে পারেননি তিনি।

তাই গতকাল টাকা ফেরত চেয়ে তাদের আত্মীয়-স্বজন ফিরোজের বাড়িতে গেলে কথা হয় তার স্ত্রী ও মেয়ের সাথে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় থানা পুলিশ। পরে সকলের মধ্যস্থতায় উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা হয়। এরই মধ্যে রানার নেতৃত্বে ১৫-২০ জনের একটি কিশোর গ্রুপ হঠাৎ পুলিশের সামনেই ফিরোজের স্ত্রী ও সন্তানের উপর হামলা চালিয়ে তাদের আহত করে। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

এ বিষয়ে রানার সাথে কথা হলে তিনি জানান, আমি কাউকে মারধর করিনি এবং মারধরের হুকুমও দেইনি।  এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে বদলগাছী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, পুলিশ সব পক্ষকে শান্ত থাকতে সহযোগিতা করছিল। এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলনবিল থেকে বিশ্বমঞ্চ, এবার রেজোয়ানের নৌকাস্কুল পেল ইউনেস্কো কনফুসিয়াস পুরস্কার

বগুড়ায় সোনালী অতীত ফুটবল ক্লাব ঢাকা ও বগুড়ার খেলায় কেউ জেতেনি, ফুটবলের জয় : মাঠ ভরা দর্শক

বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডে জামায়াত প্রার্থীর সোহেলের গণসংযোগ

ঠাকুরগাঁওয়ে চাতালে পাহারা দিতে গিয়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

নওগাঁর বদলগাছীতে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পাওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা

লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে শাহজাদপুরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান