ভিডিও শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

বগুড়ায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা মামলা

বগুড়ায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা মামলা

স্টাফ রিপোর্টার: বগুড়ায় হত্যা প্রচেষ্টার অভিযোগে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি এড. আব্দুল হামিদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্বপাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনি,সাবেক তথ্য ও প্রযুক্তিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের ১৭২ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আরও আসামি করা হয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগের পলাতক সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সংরক্ষিত (নারী) আসনের সাবেক এমপি ডরথী রহমান,জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া শাহজাদী আলম লিপি, ও জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সামির হোসেন মিশু। এছাড়া অজ্ঞাত হিসাবে আরও ২৫০ জনকেও অজ্ঞাত   আসামি করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, গত বুধবার রাতে সদর থানায় এ মামলাটি দায়ের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া গুলিবিদ্ধ মো: আরাফ এই মামলাটি দায়ের করেন। তিনি শহরের নাটাইপাড়ার মিজানুর রহমানের ছেলে। মামলার আর্জিতে বাদি উল্লেখ করেন,২০২৪ সালে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন।

আরও পড়ুন

২০২৪ সালের ৩ আগষ্ট দুপুরে আন্দোলনরত অবস্থায় তিনি যখন থানা মোড়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন গুলিবিদ্ধ হন। এতে তিনি গুরুতর আহত হলে আন্দোলনরত সহযোদ্ধারা তাকে উদ্ধার করে বগুড়া শহদি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে এ ঘটনায় আরাফ ওই আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলনবিল থেকে বিশ্বমঞ্চ, এবার রেজোয়ানের নৌকাস্কুল পেল ইউনেস্কো কনফুসিয়াস পুরস্কার

বগুড়ায় সোনালী অতীত ফুটবল ক্লাব ঢাকা ও বগুড়ার খেলায় কেউ জেতেনি, ফুটবলের জয় : মাঠ ভরা দর্শক

বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডে জামায়াত প্রার্থীর সোহেলের গণসংযোগ

ঠাকুরগাঁওয়ে চাতালে পাহারা দিতে গিয়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

নওগাঁর বদলগাছীতে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পাওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা

লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে শাহজাদপুরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান